ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ভালো থেকো’ নিয়ে ভালো নেই রাজু

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভালো থেকো’ নিয়ে ভালো নেই রাজু

রাহাত সাইফুল : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজু। ‘জীবন সংসার’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘মা আমার স্বর্গ’, ‘পোড়ামন’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাতা তিনি।

নিয়মিত সিনেমা নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা। তারই ধারাবাহিকতায় এবার নির্মাণ করছেন ‘ভালো থেকো’ শিরোনামের সিনেমা। সিনেমার নাম ‘ভালো থেকো’ হলে সিনেমাটি নিয়ে মোটেও ভালো নেই এ নির্মাতা।

অভি কথা চিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া।  এ ছাড়াও এতে আরো অভিনয় করছেন- আসিফ ইমরোজ, কাজী হায়াৎ, রেবেকা, জ্যাকি আলমগীর, মঞ্জুর প্রমুখ। সিনেমাটির দুটি গান বাদে সব শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে।

সম্প্রতি সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজুকে না জানিয়েই নেপালে এ সিনেমার গানের দৃশ্যায়ন প্রযোজক শুরু করেছেন বলে অভিযোগ করেছেন এ নির্মাতা। এতে সিনেমাটির নায়ক শুভ ও নায়িকা তানহা অংশ নিয়েছেন। এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে রাজু লিখিত অভিযোগ করেছেন বলে রাইজিংবিডিকে জানান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

এ প্রসঙ্গে বদিউল আলম খোকন রাইজিংবিডিকে বলেন, ‘আজ এ বিষয়টি নিয়ে আমরা সমিতিতে বসেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী তিনদিনের মধ্যে এর কারণ দর্শতে হবে। এরপর সিদ্ধান্ত নিব কি করব।’

তিনি আরো বলেন, ‘একজন পরিচালককে না জানিয়ে তার সিনেমার শুটিং করা হবে এটা কেমন কথা। তা হলে পরিচালকের দরকার কি? প্রযোজকই সিনেমা নির্মাণ করতে পারেন। এ বিষয়টি আমরা আমলে নিয়ে দেখছি।’

অভিযোগে জাকির হোসেন রাজু বলেন, “আমি জাকির হোসেন রাজু, ‘দ্য অভি কথাচিত্র’-এর ব্যানারে ‘ভালো থেকো’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছি। চলচ্চিত্রটির দুটি গান ছাড়া বাকি সব চিত্রায়নের কাজ সম্পন্ন হয়েছে। গান দুটি কীভাবে হবে তা নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলতে থাকি। কিন্তু তিনি নীরব থাকেন। গত ১৫ মার্চ একটি পত্রিকায় দেখি ‘ভালো থেকো’চলচ্চিত্রটির গানের শুটিং হচ্ছে নেপালে। আমি বিস্মিত হই। ফেসবুকেও গান চিত্রায়নের ছবি দেখতে পাই। অথচ ‘ভালা থেকো’ ছবির এই গান কে লিখেছেন, সুর কে করেছেন, গান কারা গাইলেন, চিত্রগ্রহণের কাজ কে করছেন, গান চিত্রায়নে কোরিওগ্রাফি কে করছেন, মেকাপ কে করছেন এর কোনো কিছুই আমি জানি না।’’

‘নায়ক-নায়িকারাও আমাকে জানাননি যে তারা শুটিংয়ে দেশের বাইরে যাচ্ছেন। বিষয়টি আমি বিশ্বাস করতে পারিনি। পরে তাদের ফোন করে দেখি ফোন বন্ধ। তা ছাড়া ফেসবুকে ছবি দেখে বুঝতে পারি তারা শুটিংয়ে অংশ নিয়েছেন। পরিচালককে না জানিয়ে এসব ঘটনা ঘটতে পারে- এটা বিশ্বাস করা কষ্টকর। আমি মনে করি, এটা শুধু আমার নয়, সমস্ত পরিচালকের জন্যই অপমানজনক। আশা করি, আপনারা এর সুষ্ঠু সমাধানে দ্রুত উদ্যোগ নিয়ে পরিচালকদের সম্মান রক্ষা করবেন।’

 

এ বিষয়ে সিনেমাটির নির্বাহী প্রযোজক অভি রাইজিংবিডিকে বলেন, ‘আমরা দুটি গানের শুটিং নেপালে শেষ করে গতকাল দেশে ফিরেছি। আর এ বিষয় নিয়ে রাজু আঙ্কেলের সঙ্গে আমাদের কোনো ঝামেলা থাকবে না। এটা আমরা মীমাংসা করে নিব। এটা জাস্ট ভুল বোঝাবুঝি। আর বিষয়টা যেহেতু পরিচালক সমিতি দেখছেন তারাই এখন সিদ্ধান্ত দিবেন।’

 



রাইজিংবিডি/ঢাকা/২২ ঢাকা ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়