ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কুষ্টিয়ায় মিজু আহমেদের দাফন সম্পন্ন

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় মিজু আহমেদের দাফন সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় মা-বাবার কবরের পাশে চির নিদ্রায় শাহিত হলেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান খলনায়ক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিজু আহমেদ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় কবরস্থানে মায়ের কবরের পাশে মিজানুর রহমান ওরফে মিজু আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।

এ সময় তার আত্মীয়স্বজন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে মিজু আহমেদের ছেলে আশরাফুল আহমেদ উপস্থিত সবার কাছে তার বাবার জন্য দোয়া চান।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে মিজু আহমেদের লাশ কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় তার নিজ বাসভবনে এসে পৌঁছায়।

এ সময় আত্মীয়স্বজন ও তার নিকটজনরা কান্নায় ভেঙে পড়েন। শক্তিমান এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুষ্টিয়াজুড়ে।

উল্লেখ্য, ‘মানুষ কেন অমানুষ’ নামে ছবির শুটিং করতে সোমবার সন্ধ্যায় ট্রেনে দিনাজপুরের স্বপ্নপুরীতে যাবার পথে ঢাকা বিমানবন্দর স্টেশনের কাছে তার হার্ট অ্যাটাক হয়। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



রাইজিংবিডি/কুষ্টিয়া/২৮ মার্চ ২০১৭/কাঞ্চন কুমার/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়