ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সাক্কুর পরোয়ানা নিয়ে বিএনপির প্রশ্ন

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৮, ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাক্কুর পরোয়ানা নিয়ে বিএনপির প্রশ্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক : আদালতের জামিন থাকা সত্ত্বেও দলের নেতা কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে কীভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।

বুধবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাক্কুর বিরুদ্ধে এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আবারো প্রমাণ হলো- এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না।’

‘এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মহামান্য হাইকোর্ট জনাব সাক্কুকে জামিন প্রদান করেছেন। তারপরেও কীভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, তা বোধগম্য নয়।’

তিনি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্যনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে ২০০৮ সালে দুদকের একটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন। এই মামলায় এত দিন পরে অভিযোগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং মালামাল ক্রোকের নির্দেশে আমরা ক্ষুব্ধ হয়েছি।’

সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের শুধু ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে মিথ্যা মামলায় বরখাস্ত করছে এবং নতুন করে মিথ্যা মামলা দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

‘সাম্প্রতিককালে সিলেট মহানগর, রাজশাহী মহানগর, খুলনা মহানগর ও গাজীপুর মহানগরগুলোর মেয়রদের মিথ্যা মামলায় বরখাস্ত করার মাধ্যমে কারারুদ্ধ করে রাখা হয়েছিল এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও পুনরায় মিথ্যা মামলা দিয়ে বরখাস্ত করা হয়েছিল। সাক্কুকে একইভাবে হয়রানি করা হচ্ছে।’

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাক্কুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে তার দায়িত্ব গ্রহণের আইনগত অধিকার প্রতিষ্ঠার জোর দাবি জানান মির্জা ফখরুল।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়