ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এশিয়ান গেমস থেকে ক্রিকেটসহ ৬২ ইভেন্ট বাদ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়ান গেমস থেকে ক্রিকেটসহ ৬২ ইভেন্ট বাদ

ক্রীড়া ডেস্ক : ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় বসবে এশিয়ান গেমসের ১৮তম আসর। এই আসরের ইভেন্ট সংখ্যা ৪৯৩ থেকে কমিয়ে ৪৩১ করা হয়েছে। তাতে ২০১৮ এশিয়ান গেমস থেকে বাদ পড়েছে ক্রিকেটসহ ৬২টি ইভেন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান অলিম্পিক কাউন্সিলের ডিরেক্টর জেনারেল হুসাইন আল-মুসাল্লাম।

মূলত আয়োজক ইন্দোনেশিয়া যেসব ইভেন্ট আয়োজন করতে সমস্যা অনুভব করছে সেগুলোই বাদ দেওয়া হয়েছে। যা আসন্ন এশিয়ান গেমসের খরচ অনেকাংশে কমিয়েছে।

এতে ক্রিকেট ছাড়াও বাদ পড়েছে সার্ফিং, স্কেটবোর্ডিং, সাম্বো, কুরাস, বেল্ট রেসলিং, জুজিৎসু, জেট স্কি, স্পোর্ট ক্লাইম্বিং, প্যারাগ্লাইডিং, ব্রিজ ও উশুর মতো ইভেন্টগুলো।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে এশিয়ান অলিম্পিক কাউন্সিলের ডিরেক্টর জেনারেল হুসাইন আল-মুসাল্লাম বলেন, ‘আমরা আশা করছি এই পরিবর্তনের ফলে আসন্ন এশিয়ান গেমসের খরচ বেশ কমবে। মূলত আমরা সেসব খেলাধুলায় জোর দেওয়ার চেষ্টা করেছি যেগুলো ইন্দোনেশিয়ায় জনপ্রিয়। ইন্দোনেশিয়ার আয়োজকরা আমাদের পয়েন্ট অব ভিউ বুঝতে পারায় তাদের ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ অলিম্পিকের ২৮টি ইভেন্ট এশিয়ান গেমসে রাখার জন্য। যদিও সেগুলো ইন্দোনেশিয়ায় খুব একটা জনপ্রিয় না।’

৬২টি ইভেন্ট বাদ পড়লেও অলিম্পিকে রয়েছে এমন ২৮টি ইভেন্ট বাদ দেওয়া হয়নি। সেগুলোর মধ্যে রয়েছে হ্যান্ডবলের মতো খেলা যা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে খুব একটা জনপ্রিয় নয়।



রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়