ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্লাসিকোতে নিষিদ্ধই থাকছেন নেইমার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৩, ২১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্লাসিকোতে নিষিদ্ধই থাকছেন নেইমার

নেইমার

ক্রীড়া ডেস্ক : নেইমারের তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সেলোনার আপিল খারিজ করে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) আপিল কমিটি। ফলে আসন্ন এল ক্লাসিকোতে নিষিদ্ধই থাকছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এ মাসের শুরুতে লা লিগায় মালাগার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন নেইমার। এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হতেন তিনি। কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় সহকারী রেফারির দিকে ‘ব্যঙ্গাত্মক’ হাততালি দেওয়ার কারণে আরো দুই ম্যাচের নিষেধাজ্ঞা যোগ হয়। ফলে আগামী ২৪ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবং ২৬ এপ্রিল ওসাসুনার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না নেইমার।

শাস্তি কমাতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটির কাছে আপিল করেছিল বার্সেলোনা। কিন্তু তাদের সেই আপিল খারিজ হয়ে গেছে। তবে নেইমারের শাস্তি কমাতে হাল ছাড়ছে না বার্সা। তারা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএসএ) বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়