ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘সাংবাদিকদের সামনেই সবকিছু বলব’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সাংবাদিকদের সামনেই সবকিছু বলব’

মনতাজুর রহমান আকবর

রাহাত সাইফুল : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী ৫ মে এ সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল। মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা এই তিনটি প্যানেলের প্রার্থীরা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

কিন্তু ইতোমধ্যে এ নির্বাচন ঘিরে পেশিশক্তি ব্যবহার, টাকার ব্যবহার, নির্বাচন বন্ধসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এ নিয়ে সাধারণ ভোটারও রয়েছে উৎকণ্ঠায়।

এদিকে শিল্পী সমিতির নির্বাচন বিষয়ে আগামীকাল ২৩ এপ্রিল সন্ধ্যায় বিএফডিসিতে সংবাদ সম্মেলন ডেকেছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর।

এ প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর রাইজিংবিডিকে বলেন, ‘আগামীকাল ২৩ এপ্রিল বিএফডিসিতে সংবাদ সম্মেলন ডেকেছি। কাল সাংবাদিকদের সামনেই সবকিছু বলব। এখনই কিছু বলতে চাই না।’

গত ১৩ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ১৬ এপ্রিল ছিল মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬২৩ জন।

প্রতি দুই বছর পরপর শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন শাকিব খান এবং সাধারণ সম্পাদক অমিত হাসান। ওই বছর ৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব বুঝে নিয়েছিলেন এই কমিটি। ২০১৫-১৬ কমিটির মেয়াদ চলতি বছর ৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে। দুই মাসের মাথায় এসে গত ৮ এপ্রিল আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৭/রাহাত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়