ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘সুপারস্টার’ প্রসঙ্গে মুখ খুললেন সানি-মিশা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সুপারস্টার’ প্রসঙ্গে মুখ খুললেন সানি-মিশা

ওমর সানি, মিশা সওদাগর

রাহাত সাইফুল : অ্যানালগ যুগে নামের আগে ‘সুপারস্টার’ শব্দটির ব্যবহার ছিল ভাগ্যের ব্যাপার। কিন্তু নেট দুনিয়ায় ‘সুপারস্টার’ শব্দটি অতিপরিচিত। এখন যত্র-তত্র শব্দটি ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি শাকিব-অপুর বিয়ে প্রসঙ্গে শাকিব খান নিজেকে অসংখ্যবার ‘সুপারস্টার’ বলে দাবি করেন। এ নিয়েও চলচ্চিত্রাঙ্গনসহ সোশ্যাল মিডিয়ায় শব্দটি নিয়ে বেশ আলোচনা চলছে।

গতকাল ২৫ এপ্রিল ‘বাহাদুরী’ সিনেমার মহরতে এ বিষয়ে  মুখ খুলেছেন চিত্রনায়ক ওমর সানি ও খল অভিনেতা মিশা সওদাগর। মিশা সওদাগর বলেন, ‘এখন সেটে গেলে শুনতে পাই অমুক পান এসেছে খান এসেছে। কিন্তু কেন সেটা শুনব? শুনতে চাই, সেটে পরিচালক এসেছেন।’

তিনি আরো বলেন, ‘‘একসময় পরিচালক এসেছে শুনলে সবাই দাঁড়িয়ে যেতাম। এরপর এসেছে ‘ভাই’ সংস্কৃতি। ভাই তো আমাদের যা ইচ্ছে তাই করে দিল। তাও ভাইয়ের নাম বলি না। কখন বলব? ৫১ বছর বয়স, মরতে বসেছি। আরেকজন বলে নায়িকা এসেছে, নায়িকা। আরে সুপারস্টার! ডিরেক্টর ইজ দ্য মোস্ট  সুপাস্টার অব আওয়ার কান্ট্রি।’’

তিনি বলেন, ‘আমি শুনতে চাই, ইবনে মিজানের সিনেমা এসেছে, আমার বাবা-মা কিংবদন্তি পরিচালক আজিজুর রহমানের সিনেমা আসছে। আমরা শুনতে চাই না কোন পানের সিনেমা চলছে, জানের সিনেমা চলছে, খানের সিনেমা চলছে।’

সুপারস্টার প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘এখন দু একটা সিনেমায় কাজ করলেই সাংবাদিকরা তারকা লিখে দিচ্ছেন। এখন যারা কাজ করছেন তাদের কয়টা হিট সিনেমা রয়েছে। তাদেরকে আমরা কথায় কথায় সুপারস্টার বলে দিই। মিশা সওদাগরের ক্যারিয়ারে হিট সিনেমা রয়েছে। আমার ক্যারিয়ারে হিট সিনেমা রয়েছে। এরকম যদি বলি মান্না, মৌসুমী, শাবনূরদের ক্যারিয়ারে হিট সিনেমা রয়েছে। এখন সবাইকে কথায় কথায় স্টার, সুপারস্টার বলে দিই। এটা ঠিক নয়। এটা থেকে বেরিয়ে আসতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরাও একসময় নতুন ছিলাম। নতুনদের আমরা সহযোগিতা করব। তারাও একদিন স্টার, সুপারস্টার হবে। চলচ্চিত্রে পা রাখা মাত্রই যদি স্টার বলে ফেলি তা হলে তাদের ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা থাকে না।’



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়