ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দঙ্গল’র রেকর্ড ভাঙল ‘বাহুবলি-টু’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দঙ্গল’র রেকর্ড ভাঙল ‘বাহুবলি-টু’

বাহুবলি-টু ও দঙ্গল সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক : আগামীকাল, ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-টু বা বাহুবলি-কনক্লুশন। এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা বাহুবলি-দ্য বিগিনিং সিনেমায়, কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিলেন তার উত্তর জানতে দর্শকের আগ্রহের শেষ নেই। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন দর্শক। শুধু তাই নয়, আগামী ২ মে পর্যন্ত অগ্রিম টিকিটি বিক্রি হয়েছে বলে জানা গেছে।

একটি জনপ্রিয় অনলাইন বুকিং সাইটের মতে, ২৪ ঘণ্টায় সিনেমাটির ১ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। বুকমাইশো-এর বিবৃতি অনুযায়ী, আমির খান অভিনীত দঙ্গল সিনেমার অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছে বাহুবলি-টু

এ প্রসঙ্গে বুকমাইশো’র সিওও-সিনেমা আশীষ সাক্সেনা বলেন, ‘বুকমাইশো বাহুবলি-টু সিনেমার অগ্রিম টিকিট বিক্রিতে অভূতপূর্ব সাড়া পেয়েছে। আমরা ইতোমধ্যে ১ মিলিয়নের বেশি টিকিট বিক্রি করেছি এবং তা মাত্র একদিনের মধ্যে। যদিও বাহুবলি-টু দক্ষিণী সিনেমা, তবে হিন্দি ভাষাভাষি মার্কেটগুলোতেও ভালো সাড়া পাওয়া যাচ্ছে।’

চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-দ্য কনক্লশন। নানা কারণে বছর জুড়েই আলোচনায় ছিল সিনেমাটি। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় প্রাথমিকভাবে ৬ হাজার প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও পরবর্তী এ সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯ হাজারে দাঁড়িয়েছে। এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা বাহুবলি-দ্য বিগিনিং মুক্তির পর সাড়ে ছয়শ কোটি রুপি আয় করেছিল। ধারণা করা হচ্ছে, বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার আয় এক হাজার কোটি রুপি ছাড়িয়ে যাবে। এরই মধ্যে সিনেমাটির স্বত্ব বিক্রি করে পাঁচশ কোটির ওপর আয় করেছে এ সিনেমাটি।

আরকা এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ও এসএস রাজামৌলি পরিচালিত বাহুবলি-দ্য কনক্লুশন  সিনেমায় অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, রামায়া কৃষ্ণা, নাসের, সত্যরাজ প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়