ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কোনো রেকর্ড ভাঙেনি বাহুবলি-টু!

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোনো রেকর্ড ভাঙেনি বাহুবলি-টু!

বাহুবলি-টু সিনেমার দৃশ্য

বিনোদন ডেস্ক : এসএস রাজামৌলি পরিচালিত ফ্যান্টাসি-ড্রামা সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু। গত ২৮ এপ্রিল, মুক্তির পর বক্স অফিসে প্রায় ১৫০০ কোটি রুপির উপরে আয় করেছে সিনেমাটি। ভেঙে দিয়েছে বক্স অফিসে অতীতের সকল রেকর্ড। কিন্তু বলিউড নির্মাতা অনিল শর্মার মতে, কোনো রেকর্ডই ভাঙতে পারেনি বাহুবলি-টু

গাদার-এক প্রেম কথা, আপনে সহ বেশকিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন অনিল শর্মা। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় বাহুবলি-টু সিনেমার ১৫০০ কোটি রুপি আয় প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। ২০০১ সালে গাদার-এক প্রেম কথা সিনেমাটি মুক্তি পেয়েছিল এবং বেশ ভালো ব্যাবসা করেছিল। সিনেমাটি ২৬৫ কোটি রুপি আয় করে এই সময়ের হিসেব করলে তা ৫ হাজার কোটির সমান।’

এ প্রসঙ্গে বার বার প্রশ্ন করা হলে অনিল শর্মা বলেন,  ‘ভালো সিনেমা তৈরি হলে রেকর্ড ভাঙবেই। আর বাহুবলি-টু সিনেমার কথা বললে, এটি এখনো কোনো রেকর্ড গড়েনি। আগেই বলেছি, ২০০১ সালে গাদার-এক প্রেম কথা ২৬৫ কোটি রুপি আয় করেছিল। তখন টিকিটের মূল্য ছিল মাত্র ২৫ রুপি। বর্তমান বাজার মূল্যে হিসাব করলে সিনেমার আয় এখন ৫ হাজার কোটি রুপি। আর বাহুবলি-টু সিনেমাটি আয় করেছে ১৫০০ কোটি রুপি। সুতরাং বাহুবলি-টু কোনো রেকর্ড ভাঙেনি।’

এ নির্মাতার পরবর্তী সিনেমার মধ্য দিয়ে নায়ক হিসেবে অভিষেক হবে তার ছেলে উৎকর্ষের। সিনেমাটির মহরত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনিল শর্মা। শিশুশিল্পী হিসেবে গাদার-এক প্রেম কথা সিনেমায় অভিনয় করেছিলেন উৎকর্ষ।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়