ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোনালদো স্বার্থপর নন: বেনজেমা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫২, ৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোনালদো স্বার্থপর নন: বেনজেমা

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদের অন্য খেলোয়াড়দের তুলনায় ক্রিস্টিয়ানো রোনালদোরে গোল পাওয়ার আগ্রহটা একটু বেশিই। মাঠে গোলের সুযোগ নষ্ট হলে মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলতে দেখা যায় পর্তুগিজ এই সুপারস্টার। তবে গোলের জন্য আলাদা আগ্রহ থাকলেও রোনালদো স্বার্থপর নন বলে জানিয়েছেন তার ক্লাব সতীর্থ করিম বেনজেমা।

সদ্য শেষ হওয়া মৌসুমে লা লিগা ও চাম্পিয়নস লিগ জয়ের পথে রিয়ালের হয়ে ৪৬ ম্যাচে ৪২টি গোল করেছেন রোনালদো। এছাড়া গত মৌসুমে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতাতে রিয়ালকে সহায়তা করেন তিনি। তাই ক্লবের হয়ে মর্যাদার শিরোপা জেতায় ২০১৭ সালের ব্যালন ডি’অরের জন্য হট ফেবারিট ধরা হচ্ছে রোনালদোকে।

এএসকে দেওয়া সাক্ষাতকারে রোনালদোর প্রশংসা করে বেনজেমা বলেন, ‘তার (রোনালদো) নামার শোনার পর আমি কোনো কথা বলতে পারিনা। আমি কেবল তার প্রশংসাই করতে পারি। সে অসাধারন একজন ব্যক্তি। মাঠে আমরা পরস্পকে বেশ বুঝতে পারি। সে বল কাছে পাওয়ার চেষ্টায় থাকে। বলের পেছনে দৌড়ালে তার সঙ্গে পাল্লা দেওয়া কঠিন। সে মাঠে স্বার্থপর নয় তবে সবসময় গোল করাতে চায়। কখনো হঠাৎ করে আমাকেও গোলের সুযোগ করে দেয় রোনালদো।



রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়