ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১১ বছর পর ‘যাত্রী’ নিয়ে তপু

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ২০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১১ বছর পর ‘যাত্রী’ নিয়ে তপু

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী তপু। ২০০৬ সালে প্রকাশিত হয় তার যাত্রী ব্যান্ড দলের একক অ্যালবাম ‘ডাক’। এ অ্যালবামের ‘কে ডাকে’, ‘মিথ্যে প্রেম’ ও ‘অজানা মনে’সহ প্রায় সবগুলো গান অনেক শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।

এরপর তপু নিজের একক অ্যালবাম নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আর কোনো অ্যালবাম প্রকাশ করেনি যাত্রী ব্যান্ড দল। তারপর কেটে গেছে দীর্ঘ ১১ বছর। দীর্ঘ এ বিরতি ভেঙে প্রকাশিত হলো এই ব্যান্ড দলের দ্বিতীয় অ্যালবাম ‘যাত্রী’। দলের নামে অ্যালবামটির নামকরণ করা হয়েছে।

৮টি গান নিয়ে সাজানো হয়েছে এ অ্যালবাম। গানের শিরোনামগুলো হচ্ছে- ‘যাবে কি চলে’, ‘ভুলে যাও’, ‘বাংলাদেশি’, ‘অপেক্ষা’, ‘তুমি আমি সে’, ‘নিয়ম ছাড়া’, ‘কে ডাকে-২০১৭’ ও ‘যাবে কি চলে’। ‘যাবে কি চলে’ গানে তপুর সঙ্গে কণ্ঠ দিয়েছেন আনিলা। এ গানটি একক কণ্ঠেও গেয়েছেন তপু। তবে এ গানের মাধ্যমে অনিলা-তপু অনেকদিন পর একসঙ্গে গাইলেন।

জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে অ্যালবামটি। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মেও শোনা যাবে অ্যালবামের গানগুলো। যাত্রী ব্যান্ড দলের সদস্যরা হলেন- তপু (গায়ক), খালিদ (ড্রামস), রোমেল (কিবোর্ড),শামস (বেজ) ও সেতু (গিটার)।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়