ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বস টু’ ও ‘নবাব’ সিনেমা মুক্তির দাবিতে মানববন্ধন

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৪, ২১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বস টু’ ও ‘নবাব’ সিনেমা মুক্তির দাবিতে মানববন্ধন

মানববন্ধনের দৃশ্য

বিনোদন প্রতিবেদক : ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘বস টু’ ও ‘নবাব’ সিনেমার মুক্তি নিয়ে তৈরী হয়েছে জটিলতা। এ দুটি সিনেমার বিরুদ্ধে যৌথ নীতিমালা না মানার অভিযোগ এনে আন্দোলন করছে চলচ্চিত্র ঐক্যজোট।

সিনেমা দুটি মুক্তির দাবিতে বুধবার দুপুরে (২১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে চলচ্চিত্র প্রযোজক, প্রদর্শক সমিতি ও বুকিং এজেন্ট হল মালিক জোট। এর আগে ঈদুল ফিতরে সিনেমা হল বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন হল মালিক সমিতি, প্রদর্শক সমিতি ও বুকিং এজেন্ট নেতারা।

মানববন্ধনে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, জাজের সিইও আলিমুল্লাহ খোকন, প্রযোজক মোহাম্মাদ ইকবাল, হল মালিক কামাল, চিত্রনায়ক রোশানসহ অনেকে উপস্থিত রয়েছেন।

ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করেছে ‘বস টু’ ও ‘নবাব’ সিনেমা। ‘বস টু’ সিনেমায় ওপার বাংলার অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফারিয়া। ‘নবাব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়