ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশের সব সিনেমা হল রোববার বন্ধ রাখার ঘোষণা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশের সব সিনেমা হল রোববার বন্ধ রাখার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি মো. ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলার প্রতিবাদে দেশের সব সিনেমা হল রোববার বন্ধ রাখান ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশিদ।

তিনি বলেন, ‘শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ বেশ কয়েকজন সেন্সর বোর্ডের প্রবেশ মুখে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি মো. ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলা চালায়। তারা নওশাদ সাহেবকে রাস্তায় ফেলে মারধর করে। এর কিছু চিত্র বিভিন্ন মিডিয়াতেও দেখানো হয়েছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘আমরা দেশের সব সিনেমা হল মালিককে রোববার নিজ নিজ সিনেমা হল বন্ধ রাখার প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে শিল্পী নামধারী এই সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা দিয়েছে, বস-টু ও নবাব নামের নতুন দুটি ছায়াছবি ঈদের সময় সিনেমা হলে মুক্তি দিলে নাকি হল পুড়িয়ে দেবে। তাই আমরা আশঙ্কায় আছি। এই সন্ত্রাসীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।’

নওশাদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে শোয়েব রশিদ বলেন, ‘আমরা এমন নোংরা ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ। শিল্পী নামধারী এ সব ব্যক্তি এত নোংরা ও নিকৃষ্ট, সেটা আমাদের জানা ছিল না।’

হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তিনি দাবি জানান।

মানববন্ধন শেষে তথ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়া হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাজ মালটিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, আয়োজক সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক মেহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল ।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/ইয়ামিন/এসএন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়