ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তারকাটা যেন বাধা না হয় : শর্মিলা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৫, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তারকাটা যেন বাধা না  হয় : শর্মিলা

শর্মিলা ঠাকুর

বিনোদন প্রতিবেদক : কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। শনিবার (১৫ জুলাই) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের গুলনিকেতন হলে ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ কনর্সাটে অংশ নেন তিনি। এ সময় বাংলাদেশ ও ভারতের সর্ম্পক নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। দুই দেশের সীমান্ত যেন সর্ম্পকের বাধা না হয়ে দাঁড়ায় সেটা তিনি কামনা করেছেন। এছাড়া যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের সংখ্যা বাড়ানোর কথাও বলেন এই অভিনেত্রী।

শর্মিলা ঠাকুর বলেন, ‘বাংলাদেশে এর আগেও এসেছি। বাংলাদেশে এর আগে যতবার এসেছি খুব ভালো লেগেছে। বাংলাদেশে আসলে মনেই হয় না ভিনদেশে এসেছি, মনে হয় নিজের ঘরে আছি।’

তিনি আরো বলেন, ‘দু-দেশের সংস্কৃতির আদান-প্রদানের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিনেমা। তাই একজন শিল্পী হিসেবে আমি চাই, যৌথ প্রযোজনার সিনেমা আরো বেশি নির্মিত হোক। এ দেশের শিল্পী আমাদের ওখানে (ভারত) যাক। আমাদের ওখানকার শিল্পীরা এখানে আসুক। যৌথ উদ্যোগে ভালো ভালো সিনেমা নির্মিত হোক।’

তিনি বলেন, ‘দু-দেশের সীমান্তের তারকাটা যেন আমাদের আদান-প্রদানে বাধা হয়ে না দাঁড়ায় সেটাই কামনা করব। আমাদের সম্পর্কটা আরো গভীর হোক। বাংলাদেশের মানুষের জন্য আমার অনেক অনেক শুভকামনা।’

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট আয়োজিত ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ কনর্সাটের আয়োজন করে। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন দেবাশীষ বিশ্বাস ও সিথী সাহা।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়