ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিতালির আরেকটি বিশ্ব রেকর্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৯, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিতালির আরেকটি বিশ্ব রেকর্ড

রেকর্ড গড়েই চলেছেন মিতালি রাজ

ক্রীড়া ডেস্ক : রেকর্ড গড়া কিংবা ভাঙাকে যেন অভ্যাসে পরিণত করেছেন মিতালি রাজ! ভারতীয় অধিনায়ক যে ইংল্যান্ডে চলমান একের পর এক রেকর্ড গড়েই চলেছেন।

প্রথমে তিনি গড়েন মেয়েদের ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংসের রেকর্ড। এরপর গড়েন মেয়েদের ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড। পাশাপাশি প্রথম ব্যাটার হিসেবে স্পর্শ করেন ৬ হাজার রানের মাইলফলক।

গ্রুপ পর্বের শেষ দিন কাল ভারতের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি বিশ্ব রেকর্ড গড়লেন ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার।

ডার্বির কাউন্টি গ্রাউন্ডে কাল ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন মিতালি। ২০১৭ সালে এটি তার দশম পঞ্চাশোর্ধ ইনিংস। যেটি মেয়েদের ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ।

আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার এলিস পেরির। ২০১৬ সালে তিনি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন ৯টি। তাকে ছাড়িয়ে গেলেন মিতালি।

মিতালির সতীর্থ দীপ্তি শর্মাও ছুঁয়েছেন একটি রেকর্ড। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তিনি খেলেন এ বছর নিজের অষ্টম পঞ্চাশোর্ধ ইনিংস।

১৯৯৭ সালে নিউজিল্যান্ডের ডেবি হকলিও খেলেছিলেন আটটি পঞ্চাশোর্ধ ইনিংস। পেরি নবম পঞ্চাশোর্ধ ইনিংস খেলার আগে হকলির রেকর্ড টিকে ছিল ১৯ বছর।

মিতালি কাল করেন ১০৯ রান। যেটি তার ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি এবং ২০১৪ সালের পর প্রথম। মিতালি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন ১৯৯৯ সালে ১৬ বছর বয়সে।

তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়