ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আলোড়ন তুলেছে ‘ফ্ল্যাশব্যাক’

আকাশ বাসফোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলোড়ন তুলেছে ‘ফ্ল্যাশব্যাক’

শেকৃবি প্রতিনিধি : আলোড়ন তুলেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক’।

গত ১৫ জুলাই শেকৃবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রিমিয়ার শো'র মাধ্যমে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মুক্তি দেওয়া হয়। প্রিমিয়ার শো'তে মিলনায়তনের দর্শক গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়।

স্বপ্নবাজ প্রোডাকশনের ব্যানারে এ স্বল্পদৈর্ঘ্য পরিচালনা করেছেন তানভির ওয়াহিদ তামিম। এতে অভিনয় করেছেন শেকৃবির শিক্ষার্থী প্রান্তিক সৌরভ, ইসরাত আরা ইমা, ফারিয়া ইসলাম নিলয়, সাইমা আফরিন বর্ণালি, সারমিন শশী প্রমুখ।

মুক্তি পাওয়ার পরপরই ইউটিউবসহ সামাজিক গণমাধ্যামগুলোতে ব্যাপক জনপ্রিয়তা পায় ফ্ল্যাশব্যাক। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইউটিউবে প্রকাশ পাওয়ার তিন দিনের মধ্যে ভিউয়ারের সংখ্যা দাঁড়ায় প্রায় ৩ হাজার।

‘‘ভালবাসা বেঁচে থাকবে, শুধু ভালবাসার মানুষটা বদল হয়ে যাবে। প্রতিটি ব্যর্থ প্রেমের গল্পই এমন হয়, ভবিষ্যতেও হবে।’’ এমন বক্তব্যই তুলে ধরা হয়েছে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৭/আকাশ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়