ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বন্ধুর জন্মদিনে লিনকিন পার্ক গায়কের আত্মহত্যা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ২১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্ধুর জন্মদিনে লিনকিন পার্ক গায়কের আত্মহত্যা

চেস্টার বেনিংটন

বিনোদন ডেস্ক : জনপ্রিয় মার্কিন ব্যান্ড দল লিনকিন পার্কের গায়ক চেস্টার বেনিংটন আত্মহত্যা করেছেন। এমনটাই জানিয়েছে পশ্চিমা সংবাদমাধ্যগুলো।

চেস্টার চার্লস বেনিংটন ১৯৭৬ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গায়ক, গীতিকার এবং অভিনেতা ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের পালোস ভেরদেস এস্টেটে এ গায়কের নিজ বাসভবন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল নয়টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত কয়েক বছর ধরে এ গায়ক মাদকাসক্ত ছিলেন বলে জানা যায়। এছাড়া গত মে মাসে চেস্টারের ঘনিষ্ঠ বন্ধু সংগীতশিল্পী ক্রিস কর্নেলও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বন্ধুর মৃত্যু দিনে একটি খোলা চিঠি লিখেছিলেন চেস্টার। শেষকৃত্য অনুষ্ঠানে গানও গেয়েছিলেন তিনি। গতকাল ছিল কর্নেলের ৫৩তম জন্মদিন। এই দিনই আত্মহত্যা করলেন লিনকিন পার্ক গায়ক।

মৃত্যুকালে বেনিংটন দুই স্ত্রী ও ৬ সন্তান রেখে গেছেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ