ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তমার একাদশে বৃহস্পতি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তমার একাদশে বৃহস্পতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন তমা মির্জা

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা তমা মির্জা। এ পর্যন্ত তার অভিনীত ১১টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর ১১তম সিনেমার মাধ্যমে তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ যেন একাদশে বৃহস্পতি। ২০১৫ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

গত ২৪ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ প্রসঙ্গে তমা মির্জা রাইজিংবিডিকে বলেন, ‘পুরস্কার পাওয়ার অনুভূতি কীভাবে প্রকাশ করব তা ঠিক বুঝতে পারছি না। তবে এমন ভালো লাগা হয়তো আর কখনই লাগেনি। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি এটা অনেক সম্মানের। এ সময় মা-বাবা, ছোট ভাই সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া আত্মীয়-স্বজনরা টিভিতে দেখেছেন এটা অনেক ভালো লেগেছে। এছাড়াও অনেকে ফোনে অভিনন্দন জানিয়েছেন। এগুলোই হচ্ছে ভালো লাগা।’

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী অমাইক একজন মানুষ। তিনি আমাদের সঙ্গে খুব স্বাভাবিকভাবে কথা বলেছেন। আমাদের প্রশংসা করেছেন এটা অনেক ভালো লেগেছে।’

তমা বলেন, ‘‘নদীজন’ সিনেমার পুরো টিম মনোযোগ ও শ্রম দিয়ে কাজটি করেছে। সকলের প্রচেষ্টায় চলচ্চিত্র পুরস্কারটি পেয়েছি। সিনেমার পরিচালক থেকে শুরু করে সবাই আমাকে কাজের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আর এ সিনেমার চরিত্রটি ছিল ভিন্ন ঘরানার। আমি সাধারণত এ ধরনের চরিত্রে অভিনয় করি না।’

‘নদীজন’ সিনেমাটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। এতে তমার বিপরীতে অভিনয় করেছেন নিরব।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৬/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়