ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সানি-হাশমির গান নিয়ে জটিলতা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সানি-হাশমির গান নিয়ে জটিলতা

সানি লিওন ও ইমরান হাশমি

বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রকাশিত হয়েছে বাদশাহো সিনেমার গান ‘পিয়া মোরে’। এতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে বলিউড সেনসেশন সানি লিওন ও ‘সিরিয়াল কিসার’খ্যাত অভিনেতা ইমরান হামশিকে। গানে এ জুটির অন্তরঙ্গ রসায়ন দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে।

কিন্তু এ গান নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এই গানের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। এ নিয়ে আইনি জটিলতায় পড়তে হতে পারে বাদশাহো সিনেমার পরিচালক মিলান লুথারিয়া, মিউজিক কোম্পানি টি-সিরিজ এবং কম্পোজার অঙ্কিত তিওয়ারিকে। নির্মাতা জয় প্রকাশ দাবি করেছেন, গানটি তার ডী স্যাটারডে নাইট (২০১৪) সিনেমার ‘নেশা সার পে চারকে বোলে’ গান থেকে নকল করা হয়েছে। আর এ গানের কম্পোজারও ছিলেন অঙ্কিত। 

এ প্রসঙ্গে জয় প্রকাশ ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, “আমি যখন ‘পিয়া মোরে’ গানটি শুনি খুবই অবাক হয়েছি। এটা ‘নেশা সার পে চারকে বলে’র মতোই। নির্মাতারা হয়তো অঙ্কিতকে একটি আইটেম গান তৈরি করে দিতে বলেছিল আর তিনি সুবিধামতো আমার সিনেমা থেকে গান টুকে নিয়েছেন। অঙ্কিত হয়তো ভেবেছেন, সিনেমা সম্পর্কে কারো জানা নেই, প্রযোজক ব্যর্থ হয়ে বসে আছে, কে এর বিরুদ্ধে অ্যাকশন নেবে?”

তিনি আরো বলেন, ‘আমি এই ব্যাপারে অশোক পণ্ডিতের (ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি) এবং সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আইনি পদক্ষেপ নিতে উৎসাহ দিয়েছেন।’

জয় প্রকাশ আরো বলেন, ‘আমি অবাক হয়েছি, ভূষণ কুমার, অজয় দেবগন এবং মিলান লুথারিয়ার মতো মানুষ, যারা সিনেমায় ১০০ কোটি রুপি খরচ করছেন তারা একটি মৌলিক গান বানিয়ে নিতে পারলেন না! আমি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিব এবং প্রয়োজন হলে সিনেমা মুক্তি ঠেকিয়ে দিব।’

এ বিষয়ে অঙ্কিত তিওয়ারি বলেন, ‘দুইটি গান অবশ্যই এক নয়। আপনি যদি কোনো সংগীত বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করেন, তিনি দুই গানের পার্থক্য ধরিয়ে দেবেন।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়