ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বার্সেলোনায় হামলার দায় স্বীকার আইএসের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩২, ১৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সেলোনায় হামলার দায় স্বীকার আইএসের

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের বার্সেলোনা শহরের জনপ্রিয় পর্যটন এলাকা লাস রামব্লাসে বৃহস্পতিবার ‘সন্ত্রাসী হামলার’ দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

বৃহস্পতিবার আইএসের মুখপাত্র আমাক নিউজ এজেন্সি টেলিগ্রাম ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করে এ দায় স্বীকার করেছে।

এতে বলা হয়েছে, ‘বার্সেলোনা হামলার হত্যাকারীরা আইএসআইএসের সেনা ছিল।’ তবে হামলাকারীদের নাম প্রকাশ করেনি আইএস।

আমাক দাবি করেছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের যেসব সদস্য আইএসের বিরুদ্ধে লড়াই করছে তাদের বিরুদ্ধে জবাব দিতেই এ হামলা চালানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে লাস রামব্লাসে পথচারীদের ভিড়ের মধ্যে একটি ভ্যান তুলে দেওয়া হয়। এতে অন্তত ১৩ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন ।

স্থানীয় স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকুইন ফর্ন ১৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে জানিয়েছেন, এ সংখ্যা আরও বাড়তে পারে।

স্পেনের স্থানীয় সংবাদপত্রগুলো জানিয়েছে, পথচারীদের পিষ্ট করার পর ভ্যানচালক হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হামলার পরপরই দুই সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি রেস্তোঁরায় আত্মগোপন করে।


#


রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়