ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনুমতি মেলেনি মহেশ বাবুর

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৪, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনুমতি মেলেনি মহেশ বাবুর

মহেশ বাবু

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। ২০১৫ সালে সর্বশেষ এ অভিনেতার ‘শ্রীমান্থুড়ু’ সিনেমাটি মুক্তি পায়। ব্যবসায়ীকভাবে সফল এ সিনেমাটি নির্মাণ করেছিলেন কোরাতলা শিবা।

এবার একই নির্মাতার ‘ভারত আনে নেনু’ নামে তেলেগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করছেন মহেশ। পলিটিক্যাল-ড্রামা ঘরানার এ সিনেমায় মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তিনি। চলতি সপ্তাহে লখনৌতে এর শুটিং হওয়ার কথা ছিল। এ উদ্দেশ্যে শুটিং টিম সেখানে গেলেও শুটিং না করেই হায়দরাবাদে ফিরে আসতে হয়। কারণ ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) কর্তৃপক্ষ তাদের শুটিংয়ের অনুমতি দেয়নি।  

জাহাঙ্গীরাবাদ প্যালেসসহ বেশ কিছু ঐতিহ্যবাহী স্থাপনায় সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু ভবনের নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ তাদের শুটিংয়ের অনুমতি দেননি বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

বলিউডের কিয়ারা আদভানি সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন। এছাড়া প্রকাশ রাজকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ২০১৮ সালে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া ‘স্পাইডার’ সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন মহেশ। আগামী ১৭ সেপ্টেম্বর তেলেগু, তামিল, মালায়ালাম ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়