ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শুক্রবার শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর আজ দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছে ৩-০ ব্যবধানে।

এর মধ্য দিয়ে ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশের কিশোররা। বাংলাদেশের সঙ্গী হয়ে সেমিফাইনালে উঠেছে ভুটানের কিশোররাও। তারা শ্রীলঙ্কার বিপক্ষে ৬-০ ব্যবধানে জয় পেয়েছিল। দুই ম্যাচের দুটিতেই হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কার কিশোররা। এদিকে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও স্বাগতিক নেপাল। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ।

মঙ্গলবার ম্যাচের ২৫ মিনিটে ফয়সাল আহমেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর ৫২ মিনিটে করিমের ক্রস থেকে মিরাজ মোল্লা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৮১ মিনিটে মিরাজ মোল্লা তার জোড়া গোল পূর্ণ করে। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশের কিশোররা। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।




রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়