ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএনপির ৯৪ নেতা-কর্মীর হাইকোর্টে আগাম জামিন

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ১২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির ৯৪ নেতা-কর্মীর হাইকোর্টে আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সহসম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ ৯৪ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি  আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

আদালতে বিএনপির নেতা-কর্মীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন।

পরে আইনজীবী সগীর হোসেন লিয়ন জানান, গত ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পাঁচরুখি এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে পুলিশেল কাজে বাধা প্রদানের অভিযোগে নজরুল ইসলাম আজাদসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা হয়। অপরদিকে গত ৪ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি থানায় একই অভিযোগে আনিসুর রহমান তালুকদার খোকনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা করা হয়। আড়াই হাজার থানার ৮৭ জনের মধ্যে ৮৬ জনকে জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে  একজন কারাগারে রয়েছেন। অন্যদিকে কালকিনি থানার ১০ জনের মধ্যে আটজনের জামিন হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়