ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু, বাসে আগুন

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় বাসের চাপায় তাসনীম আলম তিশা (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তিশা মিরপুর আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে শেওড়াপাড়া আল হেলাল হাসপাতালের সামনে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ওই ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে সদর দপ্তরের ডিউটি অফিসার মো. ফয়েজ জানান।

এ সময় আরো কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা। এ ছাড়া সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এদিকে সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় যানজট। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৭/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়