ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাঁজা যে কারণে পিতৃত্বের পথে বাধা

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ১২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাঁজা যে কারণে পিতৃত্বের পথে বাধা

প্রতীকী ছবি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অতিরিক্ত গাঁজা সেবন পিতৃত্বের পথে ঝুঁকিপূর্ণ হওয়ার আরো একটি কারণ উদঘাটন করেছেন বিজ্ঞানীরা।

নিয়মিত গাঁজা সেবন পুরুষের শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়, এটা ইতিমধ্যে গবেষণায় জানা গেলেও, এবার বিজ্ঞানীরা আরো নির্দিষ্টভাবে জানিয়েছেন যে, নিয়মিত গাঁজা সেবনে শুক্রাণুর স্বাভাবিক সংখ্যা তিন ভাগের এক ভাগে নেমে আসতে পারে। এটার পাশাপাশি বিজ্ঞানীরা নতুন আরেকটি তথ্য উদঘাটন করেছেন যে, গাঁজা শুক্রাণুকে পাতলা করে দেয়।

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার অধ্যাপক ডা. ভিক্টোর চৌ বলেন, ‘শুধু শুক্রাণুর সংখ্যাই না, শুক্রাণুর কার্যকারিতার ওপরেও গাঁজা সেবন নেতিবাচক প্রভাব ফেলে থাকে।’



তবে গাঁজা সেবনে শুধু উর্বরতা সমস্যাই একমাত্র বিপজ্জনক বিষয় নয়। এই মাদক হৃদরোগ বৃদ্ধি করতে পারে এবং রক্তচাপকে প্রভাবিত করে। গর্ভবতী নারীদের ক্ষেত্রে প্রত্যাশিত শিশুর তুলনায় ছোট আকারের শিশুর জন্ম হয়।

সাম্প্রতিক একটি গবেষণায় এটাও জানানো হয়েছিল যে, আসক্তদের হাঁটু, কনুই এবং কাধেও প্রভাব ফেলে গাঁজা। ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যে, গাঁজা ব্যবহারকারী এবং অব্যবহারকারীদের হাঁটার মধ্যে পার্থক্য রয়েছে।

তথ্যসূত্র : ডেইলি মেইল



রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়