ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘রোহিঙ্গা সংকটের ব্যর্থতা ঢাকতে সরকারের মিথ্যাচার’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রোহিঙ্গা সংকটের ব্যর্থতা ঢাকতে সরকারের মিথ্যাচার’

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার রোহিঙ্গা সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে বিষয়টিকে ঢাকতে জিয়া পরিবার নিয়ে মিথ্যাচারে মেতেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জিয়া পরিবারের সদস্যদের বিদেশে টাকা পাচারের তদন্ত হচ্ছে বলে প্রধানমন্ত্রী যেসব বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।’

‘হীন রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় ব্যর্থতা ঢাকতে চাইছে সরকার। তারা মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন জিয়া পরিবারের সদস্য এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করছে। এই মিথ্যাচারের জবাব জনগণ দেবে।’

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা ও মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ অবলীলায় মিথ্যাচার করছেন। এই সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। মেগা প্রজেক্টের নামে সরকার বিলিয়ন ডলার লোপাট করছে। লুট করছে জনগণের সম্পদ। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নামে বিদেশে যে কল্পিত সম্পদের কথা বলা হয়েছে তা হাস্যকর।’

‘আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, এই ধরনের কল্পকাহিনীর কোনো প্রমাণ তারা ১০ বছর তন্ন তন্ন করে খুঁজেও বের করতে পারেননি, এখনো পারবেন না। এই মিথ্যাচার শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির নেতৃবৃন্দের ভাবমূর্তি বিনষ্ট করবার হীন উদ্দেশ্যে করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকারের মন্ত্রী কার কত সম্পদ রয়েছে ইতিমধ্যে দেশি-বিদেশি মিডিয়াতে আসতে শুরু করেছে। কানাডায় কারা বেগম পল্লি, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, সিঙ্গাপুর, ব্যাংককে বিশাল শপিং মল কিনেছেন, আমেরিকায় কারা নতুন বাড়ি কিনেছেন, কতগুলো বাড়ি কিনেছেন, তা এখন দেশবাসীর অজানা নয়।’

রোহিঙ্গাদের ত্রাণ দিতে বিএনপির প্রতিনিধি দলকে ‘বাধা দেওয়ার’ প্রসঙ্গ তুলে দলটির এই মুখপাত্র বলেন, ‘ত্রাণের নামে আওয়ামী লীগের বিশাল লুটপাটের সুযোগ সৃষ্টি করে। অন্য কাউকে ত্রাণ দেওয়ার সুযোগ না দেওয়া মানবতার বিরুদ্ধে অবরাধ হিসেবে গণ্য হবে। মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করা, আর তা বিতরণ করতে যাওয়া এক নয়। লোকদেখানো কাজ আপনারা করেন। লোকদেখানো উন্নয়নের নামে লুটপাট আপনাদের স্বভাবজাত।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়