ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রোহিঙ্গারা ভারতে অবৈধ অভিবাসী : রাজনাথ

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ২১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গারা ভারতে অবৈধ অভিবাসী : রাজনাথ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, রোহিঙ্গারা তাদের দেশে অবৈধ অভিবাসী।

তিনি বলেছেন, ভারতে রোহিঙ্গারা শরণার্থীও নয়। শরণার্থী মর্যাদা পাওয়ার কিছু প্রক্রিয়া থাকে, সেগুলো অনুসরণ করেনি তারা। ফলে তারা অবৈধ অভিবাসী।

রোহিঙ্গাদের ভারত থেকে মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তি ও সংস্থার উদ্দেশে বুধবার সাংবাদিকদের এ কথা বলেন রাজনাথ সিং।

ভারতের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্ত রোধ চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানায়। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের রাজনাথ সিং বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যেখানে মিয়ানমারের কোনো সমস্যা নেই, সেখানে কিছু লোক কেন এর বিরোধিতা করছে?’

তিনি আরো বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে দিয়ে আন্তর্জাতিক কোনো আইনের লঙ্ঘন করছি না আমরা, কারণ এ-বিষয়ক জাতিসংঘের চুক্তিতে স্বাক্ষর করেনি ভারত।’

রোহিঙ্গা সংকট মাথায় রেখে মানবিক পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে দাবি করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। অবশ্যই এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে ভারত সরকার।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়