ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাবির ২৪ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিবিরের মামলা

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ২২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবির ২৪ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিবিরের মামলা

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে শিবির নেতা-কর্মীদের মারধরের ঘটনায় ২৪ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাবি শিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক নাবিউল ইসলাম বাদী হয়ে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি মাহফুজ আল আমিন, শাদীদ মুনতাসির এলাহী, বরজাহান আলী, আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়, চঞ্চল কুমার অর্ক, আবিদ আহসান লাবন, মেহেদী হাসান মিশু, দপ্তর সম্পাদক আবুল বাশার, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক, সহ-সম্পাদক আরমান কায়সার আবিরসহ ২৪ জন।

মামলার বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘শুনেছি ছাত্রলীগের বিরুদ্ধে শিবির মামলা করেছে। আদালত বন্ধ থাকায় মামলার বিষয়ে বিস্তারিত জানতে পারিনি।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘এ মামলার বিষয়ে আমার কিছু জানা নেই। ’



রাইজিংবিডি/রাবি/২২ সেপ্টেম্বর ২০১৭/মেহেদী হাসান/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়