ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উল্টো পথে গাড়ি চালানো

ভারপ্রাপ্ত সচিবের গাড়িচালককে অব্যাহতি

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ২৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারপ্রাপ্ত সচিবের গাড়িচালককে অব্যাহতি

ফাইল ফটো

সচিবালয় প্রতিবেদক : উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানার গাড়িচালক বাবুল মোল্লাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার থেকেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালযয়ের তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন রাইজিংবিডিকে এ তথ্য জানান।

তিনি বলেন, সচিবের অনুমতি ছাড়াই চালক বাবুল মোল্লা গাড়ি উল্টোপথে চালিয়েছেন। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গাড়িচালক বাবুল মোল্লা এক বছর ধরে সচিবের গাড়ি চালাচ্ছিলেন। গত রোববার হেয়ার রোডে উল্টো পথে চালানোর কারণে ভারপ্রাপ্ত সচিবের ওই গাড়িকে জরিমানা করা হয়। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যেই গতকাল সোমবার আবার উল্টো পথে গাড়ি চালান বাবুল মোল্লা। পরে জরিমানার মুখে পড়ে গাড়িটি।



রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৭/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়