ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিশ্বকাপের টিকিট পেল জার্মানি-ইংল্যান্ড

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৩, ৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের টিকিট পেল জার্মানি-ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। এক ম্যাচ হাতে রেখেই ২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে জোয়াকিম লোর প্রশিক্ষিত দলটি।

তাদের সঙ্গে ইউরোপিয়ান অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে আরেক ফেবারিট দল ইংল্যান্ড।

স্বাগতিক নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ইউরোপের পাওয়ার হাউস খ্যাত জার্মানি। অন্যদিকে বাছাইপর্বে নিজেদের নবম ম্যাচে হ্যারি কেনের শেষ মুহূর্তের গোলে স্লোভেনিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড।



বাছাইপর্বে ইউরোপিয়ান অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে বেলজিয়াম। এবার তার সঙ্গে নাম লিখিয়েছে ইংল্যান্ড ও জার্মানি। প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে।

এফ’ গ্রুপে ৯ ম্যাচ শেষে ৭ জয় ও ২ ড্রয়ে ইংল্যান্ডের সংগ্রহ ২৩। ৬ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে স্কটল্যান্ড। অন্যদিকে, ‘সি’গ্রুপে টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে জার্মানি।

লিথুনিয়ার মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে ইংল্যান্ড। অন্যদিকে গ্রুপ ‘সি’এর ম্যাচে আজারবাইজানকে আতিথ্য দেবে জার্মানি।




রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়