ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

মাদাগাস্কারে প্লেগে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪১, ৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদাগাস্কারে প্লেগে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে প্লেগে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১১৪জনের দেহে এটি সংক্রমিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশটির মফস্বল এলাকাগুলোতে দ্রুত এই রোগ ছড়িয়ে পড়ছে এবং সংক্রমণ ঝুঁকি বাড়ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আইটিভি জানিয়েছে, রাজধানী আন্তানানারিভোতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বাস্কেটবল কোচও রয়েছেন। বুধবার শ্বাসকষ্টের কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আফ্রিকার এই দ্বীপ রাষ্ট্রটির আরো কয়েকটি শহরেও প্লেগ ছড়িয়ে পড়েছে। সরকার ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করেছে এবং শিশুদের স্কুলগুলো বন্ধ ঘোষণা করে তাদের বাড়িতে রাখার নির্দেশ দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাদের পক্ষ থেকে আক্রান্ত এলাকায় আরো স্বাস্থ্যকর্মী ও অ্যান্টিবায়োটিক পাঠাচ্ছে।

সংস্থাটি আরো জানিয়েছে, প্রতি বছর মাদাগাস্কারে প্রায় ৪০০ প্লেগ আক্রান্তের ঘটনা ঘটে। এর অধিকাংশই বুবনিক প্লেগ। বুবনিক প্লেগ দেহে ছড়িয়ে পড়লে পরবর্তীতে নিউমোনিয়া দেখা দেয়। একে নিউমোনিয়া প্লেগও বলা হয়। এটি ইঁদুরের মাধ্যমে ছড়ায়।




রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ