ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শহীদুজ্জামান সেলিমের ‘আয়না আদল’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ১২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শহীদুজ্জামান সেলিমের ‘আয়না আদল’

বিনোদন প্রতিবেদক : গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম। বর্তমানে চলচ্চিত্র ও টেলিভিশন নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় এবার ‘আয়না আদল’ নামে একক নাটকে অভিনয় করলেন তিনি।

নূরুল আলম তৌফিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন প্রীতম দ্বীপ। নাটকটির গল্প প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘দুই বছর  আগে দেশের খ্যাতনামা লেখক শাহাদাৎ হোসেন সড়ক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। এ দুর্ঘটনার দুই বছর পর পুনরায় পাঠকদের নতুন করে উপন্যাস উপহার দেয়ার পরিকল্পনা করেন তিনি। পূর্ব পরিচিতি বন্ধুর ছোট ভাই সোহানের সহযোগিতায় তার প্রেমিকা সেজুতি শাহাদাৎ সাহেবকে নিয়ে উপন্যাস লিখতে শুরু করেন। এরপর গল্পে নতুন মোড় নেয়।’

নাটকের গল্পে অন্ধ লেখক শাহাদাতের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে, দিলারা জামান, ইসরাত চৈতী রায়, তানভীর মাসুদ,  নূর মোহাম্মদকে।

কয়েকদিন আগে রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। দ্য সার্চ ইন্টারনেইমেন্টের পরিবেশনায় নাটকটি প্রযোজনা করেছেন  সৈয়দ মিছবহা উদ্দিন। খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।



রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়