ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রনির পঞ্চম পাঁচ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ২১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রনির পঞ্চম পাঁচ

চট্টগ্রামের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৫ উইকেট নেন রনি। (ছবি: জনি সোম)

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে: বল হাতে আলো ছড়িয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পাঁচ উইকেট তুলে নিলেন চট্টগ্রাম বিভাগের স্পিনার ইফতেখার সাজ্জাদ রনি। ডানহাতি এ স্পিনারের ঘূর্ণিতে সিলেটের বিপক্ষে শক্ত অবস্থানে চট্টগ্রাম বিভাগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগ প্রথম দিন ২১৫ রানে গুটিয়ে যায়। জবাবে গতকাল প্রথম দিন শেষে ৩ উইকেটে ৫৪ রান করে সিলেট। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পরপরই ১৩৭ রানে থামে স্বাগতিক দল। দ্বিতীয় দিনে ৮৩ রান তুলতেই ৭ উইকেট হারায় রাজিন সালেহ-ইমতিয়াজ তান্নাদের সিলেট বিভাগ।

৫ উইকেট পাওয়া রনি ২২ গজের ক্রিজে হাত ঘুরিয়েছেন ১৬.২ ওভার। ৫ ওভার মেডেন বাদে রান খরচ করেছেন ৪৩। মূলত সিলেটের রানের চাকা আটকে রেখেছিলেন এ স্পিনার। তাকে সঙ্গ দিয়েছেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। ৩০ রানে ৩ উইকেট নেন রানা। ১টি করে উইকেট পান সাইফ উদ্দীন ও শাখাওয়াত হোসেন।
 


গতকাল দিনের শেষ প্রান্তে জাকির হাসানকে বোল্ড হরে সিলেট বিভাগে প্রথম আঘাত করেন রনি। আজ সিলেটের শেষ ৪ উইকেট নিয়ে পাঁচ উইকেটের স্বাদ পান। শুরুটা অভিজ্ঞ রাজীন সালেহকে দিয়ে। হাওয়ায় ভাসানো বলে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে শাখাওয়াতের হাতে ক্যাচ দেন ২৬ রান করা রাজীন।

এরপর এনামুল হক জুনিয়র এগিয়ে এসে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন। সিলেটের হয়ে সর্বোচ্চ ২৭ রান করা আবুল হাসান রাজু ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে ক্যাচ দেন স্লিপে। শেষ ব্যাটসম্যান হিসেবে রনির শিকার আবু জায়েদ রাহী। এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পড হন রাহী।

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চট্টগ্রামকে ৭৮ রানের লিড দিয়েছেন রনি। এবার কাজটা চট্টগ্রামের ব্যাটসম্যানদের।



রাইজিংবিডি/সিলেট/২১ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়