ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সৌম্য কোনো সময় স্বার্থপর ছিল না : মাশরাফি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌম্য কোনো সময় স্বার্থপর ছিল না : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : ৩২ ওয়ানডেতে ৯৬৭ রান। ৩৪.৫৩ গড়, স্টাইক রেট ৯৬.৬০। গড় কিংবা স্ট্রাইক রেট পর্যালোচনা করলে হয়তো বোঝা যাবে না সৌম্য সরকারের জাতীয় দলের পারফরম্যান্স!

তার পারফরম্যান্স বিবেচনার জন্য ঢুকতে হবে আরও গভীরে। ম্যাচ পরিস্থিতি এবং দলের চাহিদা পূরণের মতো করেই সব সময় খেলে যেতেন সৌম্য সরকার! মাশরাফি বিন মুর্তজার কথাই তাই মনে হল। দলের চাহিদা পূরণ করতে গিয়ে কখনো হয়েছেন সফল, আবার কখনো ব্যর্থ। মাশরাফির মতে, দলের কথা চিন্তা করে খেলার কারণে আজ দলের বাইরে সৌম্য!

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ওয়ানডে দলে জায়গা হারানো সৌম্য সরকারকে নিয়ে মাশরাফি বলেছেন,‘অধিনায়ক হিসেবে সৌম্যকে আমি স্যালুট দিব, ও কোনো সময় স্বার্থপর ছিল না এবং কঠিন সময়ে সে দলের জন্য খেলেছে। যদি দেখেন, প্রথম দশ ওভারে কিভাবে খেলতে হবে সেটা ও মানিয়ে নিয়েছিল। এরকম কঠিন পরিস্থিতিতে অনেক সময় অনেকে চিন্তা করে যে আমি আমার খেলাটা কিছুক্ষণ খেলি। ও কিন্তু এই ধরেণের ছিল না। দলের জন্য খেলতে গিয়ে পারফর্ম করতে পারেনি। এ কারণে বাইরে।’

একই অবস্থা পেসার তাসকিন আহমেদের। দক্ষিণ আফ্রিকা সফরের বাজে ফর্মের কারণে দল থেকে জায়গা হারিয়েছেন। ডানহাতি এ পেসারকে নিয়ে মাশরাফির বক্তব্য,‘তাসকিনের উপর দিয়ে কঠিন সময় গিয়েছে। আমাদের অনান্য ফাস্ট বোলারদেরও যায়।’

দুজনের কঠিন সময়ে পাশে থাকছে টিম ম্যানেজম্যান্ট ও খেলোয়াড়রা। মাশরাফি বলেছেন,‘সৌম্য এবং তাসকিনের জন্য কিছুটা হলেও খারাপ লাগছে। তারা দলের জন্য খেলতে গিয়ে পারফর্ম করতে পারেনি বলে আজ দলের বাইরে। আমাদের কোচিং স্টাফদের সাথে ওদের কথা হয়েছে। বিশেষ করে সুজন ভাই (টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন) ওদের সাথে কথা বলেছে বাদ পড়ার পর। ওরা এখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলছে। প্রত্যাশা করছি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পারফর্ম করে আবার দলের সাথে আসতে পারে। ওদেরকে শতভাগ সমর্থন করতে হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়