ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অপুকে আদৌ কি ডিভোর্স লেটার পাঠিয়েছেন শাকিব?

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৭, ১৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অপুকে আদৌ কি ডিভোর্স লেটার পাঠিয়েছেন শাকিব?

রাহাত সাইফুল : জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাস। সম্প্রতি অপু বিশ্বাসকে শাকিব খান একটি চিঠি পাঠিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে শাকিব খান ও তার আইনজীবী এটাকে ডিভোর্স লেটার বলে দাবি করে আসছেন। এ ঘটনার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। এতে শাকিব-অপুকে উপস্থিত থাকার জন্য বলা হয়।

আজ সোমবার সকাল ১০টায় সিটি করপোরেশনের অঞ্চল ৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেনের সঙ্গে তালাক নোটিশের বিপরীতে সমঝোতা বৈঠকে বসেন অপু। সালিশি বৈঠকে অপু বিশ্বাস উপস্থিত হলেও শাকিব খান কিংবা তার পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না।

শাকিব খানের পাঠানো চিঠি নিয়ে সালিশি বৈঠকে প্রশ্ন উঠে এটা আদৌ ডিভোর্স লেটার কিনা। ডিভোর্স লেটারের যেসব নিয়ম কানুন থাকে সেসব এ চিঠিতে উল্লেখ নেই। এ ছাড়া শাকিব খানের স্বাক্ষর নিয়েও প্রশ্ন তুলেন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘চিঠিতে যে স্বাক্ষরটি দেয়া হয়েছে সেটা শাকিব খানের নয়।’

তিনি আরো বলেন, ‘শাকিবের পাঠানো চিঠিটি ডিভোর্স লেটার অথবা উকিল নোটিশ নয়। সালিশি বৈঠকের উপস্থিত ব্যক্তিরা আমাকে এটাই বলেছেন। এ ছাড়া আমার উকিলও একই কথা বলেছেন।’

সালিশি বৈঠকে অপু বলেন, ‘আমার একটা সন্তান রয়েছে, আমি এখন বিচ্ছেদ চাই না। তা ছাড়া শাকিব যে অভিযোগগুলো করেছে এগুলো ঠিক না। ওকে আমি পাচ্ছি না। ভেবেছিলাম আজ পাব কিন্তু পেলাম না। ওর সামনাসামনি কথা বললে সব ঠিক হয়ে যেত।’

শাকিব খান উপস্থিত না থাকায় আগামী ১২ ফেব্রুয়ারি আবার বৈঠক ডেকেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।



দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাহাম খান জয়। প্রায় বছর খানেক আগে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। এরপর থেকেই শাকিব-অপুর সম্পর্কটা ভালো যাচ্ছিল না।



রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়