ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সংগীতশিল্পী শাম্মী আখতার আর নেই

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংগীতশিল্পী শাম্মী আখতার আর নেই

শাম্মী আখতার

বিনোদন প্রতিবেদক : খ্যাতিমান সংগীতশিল্পী শাম্মী আখতার। দীর্ঘ ছয় বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গেয়ে প্লেব্যাক শুরু করেন শাম্মী আখতার। ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ জনপ্রিয় গানটি গেয়েছেন তিনি। এ চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’ গানটিও গেয়েছেন তিনি।

চলচ্চিত্রে শাম্মী আখতার প্রায় ৩০০ গান গেয়েছেন। ১৯৭৭ সালের ২২ ফেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাম্মী আখতার। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া। ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাম্মী আখতার। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে ‘ভালোবাসলেই সবার সঙ্গে ঘর বাঁধা যায় না’ গানটি গেয়ে এ পুরস্কার পান তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/রাহাত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়