ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিশু ধর্ষণ-হত্যায় দুই আসামির ফাঁসি হাইকোর্টে বহাল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৩, ১৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু ধর্ষণ-হত্যায় দুই আসামির ফাঁসি হাইকোর্টে বহাল

নিজস্ব প্রতিবেদক : ২০০৮ সালে ঝিনাইদহের মহেশপুরে সাত বছরের শিশু আলপনা খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির ফাঁসির বহাল রেখেছেন হাইকোর্ট। দুই আসামি হলেন-মো. সাইফুল ইসলাম ও মো. আরিফ হোসেন।

বৃহস্পতিবার এ বিষয়ে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ খান, সৈয়দা সাবিনা আহমেদ, মারুফা আক্তার শিউলি। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আফিল উদ্দিন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল বলেন, ২০০৮ সালে ঝিনাইদহের মহেশপুরে সাত বছরের শিশু আলপনাকে ধর্ষণের পর হত্যা করে আসামিরা। এ ঘটনায় তার বাবা তোরাব আলী মামলা দায়ের করেন। সেই মামলায় ২০১১ সালে বিচারিক আদালত দুই আসামিকে ফাঁসির দণ্ড দেন।

দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানির জন্য বিষয়টি হাইকোর্টে আসে। এরপর শুনানি শেষে বৃহস্পতিবার দুই আসামির ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৮/মেহেদী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়