ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যথাসময়ে পদ্মা সেতু নির্মাণ শেষ হবে : ওবায়দুল কাদের

শেখ মো. রতন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ২০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যথাসময়ে পদ্মা সেতু নির্মাণ শেষ হবে : ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ সংবাদদাতা : যথাসময়ে পদ্মা সেতু নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কনসট্রাকশন এলাকা পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর মূল কাজের অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ এবং সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৫১ দশমিক ৫ শতাংশ। আগামী ডিসেম্বরের মধ্যে সেতুর নির্মাণ শেষ হওয়ার কথা রয়েছে।  

তিনি আরো বলেন, পদ্মা সেতুর কাজ শেষ হওয়ার আগেই ৪ লেন সড়কের কাজ শেষ হবে। আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় এই সড়ক দিয়ে যাবেন। সে সময় তিনি পদ্মা সেতু এলাকা দেখবেন।

এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, সেতু প্রকল্প ম্যানেজার দেওয়ান আব্দুল কাদের, পদ্মা সেতু কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেজর ব্রিজের প্রধান প্রকৌশলী মি. লিওসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/২০ জানুয়ারি ২০১৮/শেখ মো. রতন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ