ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৬০তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী যারা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ২৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬০তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী যারা

ব্রুনো মার্স

বিনোদন ডেস্ক : গত ২৮ জানুয়ারি নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসেছিল গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬০তম আসর। ২০০৩ সালের পর এবারই প্রথম লস অ্যাঞ্জেলেসের বাহিরে এ অনুষ্ঠান হলো। এটি সঞ্চালনা করেছেন অভিনেতা-উপস্থাপক জেমস করডন।

রোববার রাতে সবচেয়ে বেশি মনোয়ন জিতে অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন জে জেড। তবে প্রধান তিনটি শাখায় বিজয়ী হয়ে এ আসরটা নিজের করে নিয়েছেন আরঅ্যান্ডবি তারকা ব্রুনো মার্স। ‘টুয়েন্টিফোর কে ম্যাজিক’ অ্যালবামের জন্য রেকর্ড অব দি ইয়ার, সং অব দি ইয়ার এবং অ্যালবাম অব দি ইয়ারসহ ছয়টি শাখায় বিজয়ী হয়েছেন তিনি। অন্যদিকে ‘ড্যাম’ অ্যালবামের জন্য সেরা র‌্যাপ অ্যালবামসহ পাঁচটি পুরস্কার জিতেছেন র‌্যাপার কেনড্রিক ল্যামার।

চলুন দেখে নিই এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ীদের উল্লেখযোগ্য তালিকা:

রেকর্ড অব দি ইয়ার: টোয়েন্টিফোর কে ম্যাজিক (ব্রুনো মার্স)

অ্যালবাম অব দি ইয়ার: টোয়েন্টিফোর কে ম্যাজিক (ব্রুনো মার্স)

সং অব দি ইয়ার: দ্যাটস হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)

সেরা নতুন শিল্পী: অ্যালেসিয়া কারা

সেরা পপ একক পারফরম্যান্স: শেপ অব ইউ (এড শিরান)

সেরা পপ ভোকাল অ্যালবাম: ডিভাইড (এড শিরান)

সেরা পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স: ফিল ইট স্টিল (পর্তুগাল. দ্য ম্যান)

সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: টনি বেনেট সেলিব্রেটস নাইনটি

সেরা ড্যান্স রেকর্ডিং: টুনাইট (এলসিডি সাউন্ডসিস্টেম)

সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: থ্রি-ডি দি ক্যাটালগ (ক্র্যাফটওয়ের্ক)

সেরা সমসাময়িক ইন্সট্রুমেন্টাল অ্যালবাম : প্রোটোটাইপ (জেফ লরবার ফিউসন)

সেরা রক পারফরম্যান্স: ইউ ওয়ান্ট ইট ডার্কার (লিওনার্ড কোহেন)

সেরা মেটাল পারফরম্যান্স: সুলতান’স কার্স (ম্যাস্টোডন)

সেরা রক গান: রান (ফু ফাইটার্স)

সেরা রক অ্যালবাম: অ্যা ডিপার আন্ডারস্ট্যান্ডিং (দি ওয়ার অন ড্রাগস)

সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম : স্লিপ ওয়েল বিস্ট (দ্য ন্যাশনাল)

সেরা রিদম অ্যান্ড ব্লুজ পারফরম্যান্স: দ্যাটস হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)

সেরা ট্র্যাডিশনাল রিদম অ্যান্ড ব্লুজ পারফরম্যান্স: রেডবোন (চাইল্ডিশ গ্যাম্বিনো)

সেরা রিদম অ্যান্ড ব্লুজ সং: দ্যাটস হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)

সেরা রিদম অ্যান্ড ব্লুজ অ্যালবাম: টোয়েন্টিফোর কে ম্যাজিক (ব্রুনো মার্স)

সেরা আরবান কন্টেমপোরারি অ্যালবাম: স্টারবয় (দ্য উইকেন্ড)

সেরা র‌্যাপ পারফরম্যান্স: হাম্বল (কেন্ড্রিক ল্যামার)

সেরা র‌্যাপ/সাং পারফরম্যান্স: লয়্যালটি (কেন্ড্রিক ল্যামার ফিচারিং রিয়ান্না)

সেরা র‌্যাপ সং: হাম্বল (কেন্ড্রিক ল্যামার)

সেরা র‌্যাপ অ্যালবাম : ড্যাম (কেন্ড্রিক ল্যামার)

সেরা কান্ট্রি অ্যালবাম : ফ্রম অ্যা রুম : ভলিয়ম ওয়ান (ক্রিস স্ট্যাপলটন)

সেরা নিউ এজ অ্যালবাম : ড্যান্সিং অন ওয়াটার (পিটার ক্যাটার)

সেরা জ্যাজ ভোকাল অ্যালবাম : ড্রিমস অ্যান্ড ড্যাগার্স (সিসিলি ম্যাকলরিন সালভ্যান্ট)



রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৮/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়