ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘বর্ণ ব্যঞ্জন’ নিয়ে দোগাছির চরে তারা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বর্ণ ব্যঞ্জন’ নিয়ে দোগাছির চরে তারা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনয়শিল্পী সোহানা সাবা ও মাজনুন মিজান। দুই পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তারা। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে একসঙ্গে কাজ করলেন ‘বর্ণ ব্যঞ্জন’ নামে একটি নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তৌফিক এলাহী।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক তৌফিক এলাহী রাইজিংবিডিকে বলেন, ‘‘জনবিচ্ছিন্ন চর অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের ভাষা শেখানোর জন্য একটি পাঠশালা প্রতিষ্ঠা করতে চায় উন্নয়ন সংস্থার কর্মী দীপা ও শিমুল।  স্বেচ্ছাসেবী ডাক্তার মাহমুদের সহায়তায় তারা ‘বর্ণ ব্যঞ্জন’ নামের একটি পাঠশালার কাজ শুরু করে। কিন্তু পাঠশালার বাধা হয়ে দাঁড়ায় ভূমিদস্যু আইনুল পোদ্দার। এরপর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গল্প এগিয়েছে।’’
   
নাটকটির দীপা চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। আর শিমুল চরিত্রে দেখা যাবে নাবিলা ইসলামকে। আর ডাক্তার মাহমুদের চরিত্রটি রূপায়ন করেছেন মাজনুন মিজান। আইনুল পোদ্দার চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ।

নাটক প্রসঙ্গে তৌফিক এলাহী বলেন, ‘মহান একুশের চেতনা আমাদের বাংলা ভাষা, দেশ ও জাতীয়তাবোধের এক অনন্য ইতিহাস। ভাষা আন্দোলন আমাদের সাংস্কৃতিক পরিচিতির স্মারক স্মৃতিও বটে। প্রতিবছর এই দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালন করা হয়। তবে একুশের চেতনা থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর একটা বড় অংশ অজ্ঞাত রয়ে যাচ্ছে। নাটকটিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে একুশের চেতনা ও শিক্ষার সুযোগ বিকাশে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছি।’

তিনি আরো বলেন, ‘বিনোদন দেয়ার জন্য ভালো ভালো নির্মাতারা নাটক-টেলিফিল্ম তৈরি করছেন। আমি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। তাই নিয়মিত নির্মাণ কাজ করা হয় না। তবে কিছু কিছু কাজ করছি, সেটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে। এখনো যারা শিক্ষাবঞ্চিত ও একুশে ফেব্রুয়ারি বা শহীদ মিনার কি তা ভালো মতো জানেই না, এই নাটকের মাধ্যমে সেই গল্প বলার চেষ্টা করেছি।’ 

 


সম্প্রতি সিরাজগঞ্জের দোগাছির চরে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে ‘বর্ণ ব্যঞ্জন’ নাটকটি প্রচারিত হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়