ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুযোগ পেলেই গুরুজির কাছে ছুটে যাই : সালমা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুযোগ পেলেই গুরুজির কাছে ছুটে যাই : সালমা

বিনোদন প্রতিবেদক : ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সংগীতবিষয়ক এ প্রতিযোগিতায় সালমা ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী। কনিষ্ঠ হলেও ‘ও মোর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে’ শিরোনামের গানটি গেয়ে মাত করেন অসংখ্য শ্রোতাদের। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই সংগীতশিল্পীকে।

সালমার গানের ওস্তাদ কুষ্টিয়া অঞ্চলের বাউল শফি মণ্ডল। চার বছর বয়স থেকে তার কাছে গানের তালিম নেন তিনি। এখনো সুযোগ পেলেই ছুটে যান ওস্তাদের কাছে। সম্প্রতি ওস্তাদ বাউল শফি মণ্ডলের সঙ্গে দেখা করেন তিনি। তারই কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন সালমা। ক্যাপশনে লিখেন, ‘বাবার কাছে গেলেই মনে হয় এতদিন গানবাজনা কিছুই শিখিনি। আরো শিখতে হবে…বাবা তুমি এত কেমনে জানো, আর আমার কেউ নেই গুরু, তুমি বিনে তুমি বিনে’

এ প্রসঙ্গে রাইজিংবিডিকে সালমা বলেন, ‘মোহাম্মদপুরে গুরুজির আশ্রমে মাঝে মাঝে যাই। গতকালও গুরুজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ভাগ্যক্রর্মে চার বছর বয়স থেকেই গুরুজির কাছে গানের তালিম নিতে পেরেছি। তার কাছ থেকেই আমার গানের হাতেখড়ি। তাই সুযোগ পেলেই তার কাছে ছুটে যাই। প্রতিনিয়ত তার কাছ থেকে নতুন কিছু শিখছি।’

সালমার শৈশব কেটেছে কুষ্টিয়ায়। সেখানে লালন কন্যা হিসেবে পরিচিত তিনি। সব ধরনের গানে নিজেকে মেলে ধরতে চান এই শিল্পী। সালমা নিয়মিত স্টেজ, চলচ্চিত্রের প্লেব্যাক করে থাকেন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়