ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পোস্টার দেখেছি ভালো লাগেনি : আরিফিন শুভ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পোস্টার দেখেছি ভালো লাগেনি : আরিফিন শুভ

রাহাত সাইফুল : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক আরিফিন শুভ। তার অভিনীত ‘একটি সিনেমার গল্প’র  মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। আসছে পহেলা বৈশাখ সিনেমাটি মুক্তি পাবে। ইতিমধ্যেই সিনেমাটির দুটি পোস্টার ও টিজার প্রকাশ করা হয়েছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আলোচনা-সমালোচনার শুরু হয়।বিশেষ করে শুভ ভক্তরা সিনেমার পোস্টার নিয়ে সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের মতে সিনেমার পোস্টারে শুভকে ছোট করে দেখানো হয়েছে।

বিষয়টি জানতে শুভর সঙ্গে কথা বলেন রাইজিংবিডির এই প্রতিবেদক। শুভ সিনেমার পোস্টার নিয়ে তার ভালো না লাগার কথা জানালেও তাকে ছোট করা হয়েছে- ভক্তদের এমন বক্তব্য এড়িয়ে যান। আরিফিন শুভ রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমায় একজন শিল্পীর পার্ট থাকে শুটিং এবং ডাবিং। এর বাইরে সিনেমা নিয়ে কথা বলতে পারা বা না-পারা নির্ভর করে পরিচালক ও শিল্পীর মধ্যে কতটুকু সমঝোতা থাকে তার ওপর।’

তিনি আরো বলেন, ‘এবার বলতে পারি, আমার সাথে আলমগীর স্যারের সমঝোতার কথা। আলমগীর স্যার নিঃসন্দেহে জনপ্রিয় অভিনেতা, পরিচালক। এবার আমার জায়গা থেকে আমি কী ভাবছি সেটা খুব বেশি হলে আলমগীর স্যার পর্যন্ত পৌঁছাতে পারি। সিন্ধান্ত তার হাতে। পোস্টারের ডিজাইন কেমন হবে সেটা আলমগীর স্যারের বিষয়। পোস্টারে কার ছবি কীভাবে থাকবে সেটাও তিনি দেখবেন। এ নিয়ে আমার বলার জায়গা নেই। তাছাড়া এটা আলমগীর স্যারের সাথে আমার প্রথম কাজ। এরপর কাজের জন্য যদি স্যার আমাকে ডাকেন তাহলে বিষয়গুলো তাকে হয়তো বুঝিয়ে বলব। আমি তখন বলতে পারি, পোস্টার বা টিজার এমন হলে আমি হয়তো সাছন্দ্যবোধ করবো না। এগুলো তখন চুক্তি হওয়ার আগেই বলে নেব।’ পোস্টার কি আপনি দেখেছেন? উত্তরে শুভ বলেন, ‘হ্যাঁ আমি পোস্টার দেখেছি কিন্তু খুব ভালো লেগেছে তা  বলব না। স্যারের সম্মান রেখেই বলছি, এটা স্যারের কাছে ভালো লেগেছে ঠিক আছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করা হলে বলব, ভালো লাগেনি।’

শুভ বলেন, ‘এমন তো অসংখ্যবার হয়েছে- টিজার, ট্রেইলার, গান এবং পোস্টার এই চারটা বিষয় দর্শকদের কাছে খুব ভালো লেগেছে। কিন্তু সিনেমাটা ভালো লাগেনি। আমি এই সিনেমার ক্ষেত্রে একটা কথাই বলবো- আলমগীর স্যার এক ধরনের স্কুলিংয়ে অভ্যস্ত। তিনি যে সময় কাজ করেছেন, তার বড় একটা বিরতীর পর আবার কাজ করছেন। এই গ্যাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু গল্প বলার ক্ষেত্রে এক একজন পরিচালকের এক এক রকমের স্টাইল থাকে। দশর্কদের একটি কথাই বললো- সিনেমাটি দেখার আগে কোনো সিন্ধান্ত নেবেন  না। সিনেমাটি দেখে তারপর মন্তব্য করুন। ফেসবুকে অনেক কিছুই বলা যায় কিন্ত আমার মতো নিজের কাজ নিয়ে এত সহজ স্বীকারোক্তি কেউ দেবে না। পোস্টার, ট্রেইলার, টিজার এগুলো কিন্তু সিনেমা নয়।’

নায়ক আলমগীর অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করেছেন।দীর্ঘ বিরতির পর তিনি নির্মাণ করলেন ‘একটি সিনেমার গল্প’। আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই সিনেমায় শুভ ছাড়াও আরো অভিনয় করেছেন চম্পা, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। পরিচালনার পাশাপাশি এতে আরো অভিনয় করেছেন আলমগীর।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়