ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পয়লা বৈশাখে সুবিধাবঞ্চিত শিশুরা পেল নতুন পোশাক

তানজিনা আফরিন ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২০, ১৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পয়লা বৈশাখে সুবিধাবঞ্চিত শিশুরা পেল নতুন পোশাক

নিজস্ব প্রতিবেদক : আজ পয়লা বৈশাখ। জীর্ণ, মলিন সবকিছুকে অগ্নিস্নানে পূণ্য করতে পঞ্জিকায় এসেছে নতুন বছর। সার্বজনীন এ উৎসবের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

শনিবার সুবিধাবঞ্চিত মেয়ে শিশুদের মাঝে পোশাক বিতরণ করে ডিভন ফ্যাশন হাউস। তেজগাঁওয়ের সরকারি শিশু পরিবারে এসব পোশাক বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান ডিজাইনার জান্নাতুল ফেরদৌস আকি শিশুদের হাতে এসব পোশাক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সরকারের সমাজকল্যাণ বিভাগের কর্মকর্তা ঝর্ণা জাহিন।

জান্নাতুল ফেরদৌস আকি জানান, নতুন বছরের যে আনন্দ তা সবার মাঝে ছড়িয়ে দিতে ডিভন ফ্যাশন হাউসের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই ফ্যাশন হাউসের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ সুবিধাবঞ্চিত নারী ও শিশুদেরকে দেওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৮/ইভা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ