ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করমর্দন না করায় নাগরিকত্ব আবেদন বাতিল

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ২০ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করমর্দন না করায় নাগরিকত্ব আবেদন বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে কর্মকর্তাদের সঙ্গে করমর্দন না করায় আলজেরিয় বংশোদ্ভূত এক মুসলিম নারীকে নাগরিকত্ব না দেওয়ার পক্ষে রায় দিয়েছে ফ্রান্সের শীর্ষ আদালত। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

২০১০ সালে আলেজিরায়া থেকে আসা ওই নারী এক ফরাসি নাগরিককে বিয়ে করেন। ২০১৬ সালে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইসেরিতে নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে তিনি ফরাসি কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান। তার দাবি, ধর্মীয় কারণে তিনি অন্য পুরুষের সঙ্গে করমর্দন করতে পারবেন না। এরপরই ফরাসি সরকার তার নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ নেয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ওই নারীর আচরণ ফরাসি সমাজের সঙ্গে সম্পৃক্ত নয়। সরকারের এই সিদ্ধান্তকে ‘ক্ষমতার অপব্যবহার’ দাবি করে আপিল আবেদন করেছিলেন ওই নারী।

তবে আদালত জানিয়েছে, সরকার ‘অযথার্থভাবে কাজ করেনি।’




রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়