ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জালিয়াতির সঙ্গে জড়িতদের বিচার করতে হবে : চলচ্চিত্র পরিবার

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ২২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জালিয়াতির সঙ্গে জড়িতদের বিচার করতে হবে : চলচ্চিত্র পরিবার

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ এর গেজেট প্রকাশিত হয়েছে। এতে ‘নিয়তি’ সিনেমার নৃত্য পরিচালক হিসেবে হাবিবকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে। কিন্তু হাবিব জানিয়েছেন, এই সিনেমায় তিনি কাজই করেননি। এরপরই এ পুরস্কার নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এ নিয়ে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে।

গতকাল শনিবার বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতিতে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, জ্যেষ্ঠ নৃত্য পরিচালক মাসুম বাবুল, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, নৃত্য পরিচালক হাবিবসহ চলচ্চিত্র পরিবারের অন্যান্য নেতা।

এ সময় চিত্রনায়ক ফারুক বলেন, ‘চলচ্চিত্রে একটি দেশের সর্বোচ্চ পুরস্কার হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একটি ছেলে জানেই না তবু নৃত্য পরিচালক হিসেবে তার নাম দেয়া হয়েছে। ভারতীয় নৃত্য পরিচালক দিয়ে কাজ করিয়ে হাবিবের নাম দেয়া হয়েছে। কারণ ভারতীয় কাউকে দিয়ে কাজ করলে ওয়ার্ক পারমিট থাকতে হয়। এই ধরনের জালিয়াতির সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত আমাদের সিনেমা হলগুলোতে প্রজেকশন মেশিন বসানোর জন্য। আমরা কোনো ব্যক্তি মালিকানার নিয়ন্ত্রণে থাকতে চাই না।’

এ সময় হাবিব জানান, ‘নিয়তি’ সিনেমায় তিনি কাজই করেননি। আর তিনি যে সিনেমায় কাজই করেননি তার জন্য পুরস্কারও নিতে চান না।




রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়