ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বার কাউন্সিল নির্বাচনে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ১২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বার কাউন্সিল নির্বাচনে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না’

নিজস্ব প্রতিবেদক : বার কাউন্সিলের নির্বাচনে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৃতীয় তলায় সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে আইনজীবী নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপিপন্থী প্যানেলের প্রধান ও প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।

এ জে মোহাম্মদ আলী বলেন, গতবার রেজাল্ট শিট ঠিক মতো দেওয়া হয়নি। এবার বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারগণকে অনুরোধ করতে চাই যে, এ নির্বাচনে কোনো প্রকার অনিয়ম করা যাবে না। স্বচ্ছতার সঙ্গে এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। প্রার্থীর স্বাক্ষরিত নিয়োগকৃত এজেন্টকে অবশ্যই ভোট গণনার ফলাফল সম্বলিত রেজাল্ট সিট প্রদান করতে হবে। ওই রেজাল্ট সিটে কোনো প্রকার কাটা ছেড়া বা ঘষা মাজা করা যাবে না।

বার কাউন্সিল নির্বাচনে ঝালকাঠি জেলায় ভয় ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করে এ জে মোহাম্মদ আলী বলেন, এ বিষয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে অভিযোগ দেওয়ার জন্য যোগাযোগ করা হলেও তিনি নানা কৌশলে এড়িয়ে গেছেন।  একইসঙ্গে নির্বাচনে বিএনপি প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এ জে মোহাম্মদ আলী।

সংবাদ সম্মেলনে বিএনপির নীল প্যানেলের প্রার্থী ফজলুর রহমান ও আসিফা আশরাফী পাপিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৪ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৮/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়