ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিচারক-আইনজীবীদের সঙ্গে লিগ্যাল এইডের মতবিনিময়

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচারক-আইনজীবীদের সঙ্গে লিগ্যাল এইডের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : বিচারক ও আইনজীবীদের সঙ্গে ঢাকা জেলা লিগ্যাল এইডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামানের সভাপতিত্বে জেলা জজ আদালত ভবনের তৃতীয় তলায় কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এসএম কুদ্দুস জামান বলেন, দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য লিগ্যাল এইড। সে লিগ্যাল এইড দিতে গিয়ে যদি আদালতের কোনো কর্মচারী টাকা দাবি করে বা সুনির্দিষ্ট অভিযোগ আসে তাহলে আমি সঙ্গে সঙ্গে সে কর্মচারীকে চাকরি থেকে টার্মিনেট করব।

এছাড়া তিনি প্যানেল আইনজীবীদের আরো আন্তরিক হয়ে মামলা পরিচালনার আহ্বান জানান।

সভায় জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) রাজেশ চৌধুরী, জাতীয় লিগ্যাল এইডের পরিচালক মোহাম্মদ জাফরুল হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজরুল রহমান, ঢাকা বারের সভাপতি গোলাম মোস্তফা খান ও সেক্রেটারি মিজানুর রহমান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৮/মামুন খান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়