ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করাচিতে দাবদাহে হিট-স্ট্রোকে ৬৫ জনের মৃত্যু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ২২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করাচিতে দাবদাহে হিট-স্ট্রোকে ৬৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : গত তিনদিনে পাকিস্তানের দক্ষিণের নগরী করাচিতে হিট-স্ট্রোকে ৬৫ জন মারা গেছেন। মঙ্গলবার দেশটির একটি সমাজকল্যাণ সংস্থা এ তথ্য জানিয়েছে। তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইদি ফাউন্ডেশন নামের সংস্থাটি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিদ্যুৎ সংকট এবং রমজানে দিনে পানি পান বন্ধ থাকায় অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার করাচির তাপামাত্র ৪৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার ইদি ফাউন্ডেশনের পরিচালক ফয়সাল ইদি জানিয়েছেন, অধিকাংশ মৃত্যুর ঘটনা করাচির নিম্নবিত্ত এলাকাগুলোতে ঘটেছে।

ইদি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘গত তিনদিনে ৬৫ জন মারা গেছেন। মৃতদেহগুলো আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত মর্গে রাখা আছে। এলাকার চিকিৎসকরা জানিয়েছেন এসব লোক হিট-স্ট্রোকে মারা গেছেন।

এ ব্যাপারে সরকারের কোনো মুখপাত্রের বক্তব্য পাওয়া যায়নি।

অবশ্য সিন্ধু প্রদেশের স্বাস্থ্য সচিব ফজলুল্লাহ পিচুহো ডন নিউজকে জানিয়েছেন, তার রাজ্যে হিট-স্ট্রোকে কেউ মারা যায়নি।

তিনি বলেছেন, ‘কেবল চিকিৎসক ও হাসপাতালই নির্ধারণ করতে পারে তারা হিট-স্ট্রোকে নাকি অন্য কোনোভাবে মারা গেছেন। করাচিতে হিট-স্ট্রোকে মৃত্যু হয়েছে এ বিষয়টি আমি অস্বীকার করছি।’





রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়