ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এগিয়ে পরী, তারপর শাকিব-শুভশ্রী

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এগিয়ে পরী, তারপর শাকিব-শুভশ্রী

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের বেশ কিছু সিনেমার গান জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে এসব গানের ভিউয়াস সংখ্যা চোখে পড়ার মতো। জনপ্রিয় এ গানগুলো মানুষের মুখে মুখেও শোনা যায়। যেমন- ‘ডানা কাটা পরী’, ‘ষোল আনা’, ‘ইয়ারা মেহেরবান’, ‘ম্যাজিক মামনী’, ‘ধ্যাততেরেকি’, ‘মেয়েদের মন বোঝা’, ‘অনেক সাধনার পর’, ‘কতবার বোঝাব বল’, ‘ধিমতানা ধিম’সহ আরো কিছু গান জনপ্রিয়তার তালিকায় রয়েছে।

গতকাল বুধবার জাজ মাল্টিমিডিয়া তাদের ইউটিউব চ্যানেলে সর্বাধিক দর্শনীয় দশটি গানের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ২ কোটি ৩৭ লাখের বেশি ভিউ নিয়ে এগিয়ে রয়েছে পরীমনির ‘ডানা কাটা পরী’ গানটি। এর পরই রয়েছে শাকিব খান-শুভশ্রীর ‘ষোল আনা’ গানটি। এটি দেখা হয়েছে ১ কোটি ৬৬ লাখের বেশিবার। তৃতীয় স্থানে রয়েছে জিৎ-নুসরাত ফারিয়ার ‘ইয়ারা মেহেরবান’ গানটি। এটি দেখা হয়েছে ১ কোটি ৫৫ লাখের বেশিবার।

এর পরের অবস্থানে পর্যায়ক্রমে রয়েছে মাহির ‘ম্যাজিক মামনী’, জিৎ-ফারিয়ার ‘ধ্যাততেরেকি’, অঙ্কুশ-ফারিয়ার ‘মেয়েদের মন বোঝা’, শুভ-জলির ‘অনেক সাধনার পর’, ওম-জলির ‘কতবার বোঝাব বল’, রোশান-পরীর ‘ধিমতানা ধিম’।

দেখুন : সর্বাধিক দেখা দশটি গান।

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়