ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঈদের তৃতীয় দিন ছোটপর্দার নাটক-টেলিফিল্ম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৭, ১৮ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের তৃতীয় দিন ছোটপর্দার নাটক-টেলিফিল্ম

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম হয়নি বরং সংখ্যায় তা আরো বেড়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের তৃতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি
সকাল ৯টায় প্রচারিত হবে নাটক ‘কবির জন্য পাত্রী খোঁজা হচ্ছে’। ফাহিম ইবনে সারোয়ার রচিত এ নাটকটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।  এতে অভিনয় করেছেন মীম, ইরেশ যাকের, এজাজুল ইসলাম, চিত্রলেখা গুহ প্রমুখ। দুপুর  ২টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘সব মিথ্যে সত্য নয়’। রচনা ও পরিচালনায় শাফায়েত মনসুর রানা। এতে অভিনয় করেছেন জন কবির, অর্পণা ঘোষ, দিলারা জামান, তারিক আনাম খান প্রমুখ।  সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ব্রেইনওয়াশ’। এটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। এতে অভিনয় করেছেন  মোশাররফ করিম, সুমাইয়া শিমু, জেনি, জুঁই করিম, আ.খ.ম. হাসান, ফজলুর রহমান বাবু।  রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘আমন্ত্রণ’। রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, আশনা হাবীব ভাবনা, লায়লা হাসান, নওরোজ নাবিলা প্রমুখ। রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘দুলু বাবুর্চি’।  বৃন্দাবন দাস রচিত নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহার। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, ভাবনা, শানু, ফজলুর রহমান বাবু, আ.খ.ম. হাসান, খুশি, আরফান প্রমুখ।  রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে ‘তোমার মাঝে আমার বসবাস’ নাটকটি। রচনা ও পরিচালনায় এস এ হক অলিক। এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, তিশা, ইশরাত চৈতি, শর্মিলী আহমেদ প্রমুখ।

এটিএন বাংলা
সকাল সাড়ে ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘রোমিও জুলিয়েট’। সারওয়ার রেজা জিমি রচিত এ নাটকটি  পরিচালনা করেছেন তুহিন হোসেন। সকাল ৯টা ৩০মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘প্লাটফর্ম’।  সেজান  নূরের রচনায় এটি পরিচালনা করেছেন সর্দার রোকন। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘তোমার চোখে দুচোখ রেখে’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘নিয়ম মেনে চলবো’। এটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। রাত সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘পাঁচ শালী মাশাল্লাহ’। এটি রচনা করেছেন শ্যামল ভাদুরী ও রশীদ ইকবাল। পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মনসুর, ইলোরা গহর, সজল, স্নিগ্ধা মোমিন, জেনী, সবুজ রহমান, কাজল সূবর্ণ, সুজাত শিমুল, সিফাত, আঁখি, ম আ সালাম প্রমুখ। রাত ৮টায় প্রচারিত হবে খণ্ড নাটক ‘চুটকি ভান্ডার’ (পর্ব- দোতালা বাস)।  শামীম জামান পরিচালিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ.খ.ম. হাসান, আলভী, শামীম জামান, সাজু খাদেম, তুষ্টি, জয়রাজ, অহনা প্রমুখ। রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘রমজান ভাই পাবলিক ফিগার’। আপেল মাহমুদ রচিত এ নাটকটি  পরিচালনা করেছেন শেখ সেলিম। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তানিয়া বৃষ্টি, আব্দুল্লাহ রানা, কাদেরী প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘নসু ভিলেনের সংসার’। রচনা বৃন্দাবন দাস। পরিচালনায় সাগর জাহান। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাদিয়া নদী, আরফান, তানজিকা, আখম হাসান, শাহনাজ খুশি। রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘ফুটবলে প্রেম’। রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জান্নাতুল নাঈম এভ্রিল, ইশরাত জাহান চৈতি প্রমুখ।

আরটিভি
সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘হাটফেল ফয়েজ’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অপর্ণা ঘোষ, বৃন্দাবন দাস, শাহনাজ খুশী, মিলন ভট্টাচার্য্য, শাহীদ-উন-নবী প্রমুখ।  সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রচারিত হবে মোশাররফ উৎসব একক নাটক ‘সোনা বউ’। জুয়েল মাহমুদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আর এইচ সোহেল। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।  সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ফুটবল ফারুক’। আকাশ রঞ্জনের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন দয়াল সাহা ও আকাশ রঞ্জন। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, সালহা খানম নাদিয়া, তৌসিফ মাহবুব, আরফান আহমেদ, আনন্দ খালেদ প্রমুখ। রাত ৮টা ৩৫ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘যমজ ৯’। রচনা অনিমেষ আইচ। পরিচালনায় আজাদ কালাম। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, এ্যানি খান, মনিরা মিঠু, রুমী প্রমুখ। রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মাহিনের লাল ডায়েরি’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফারুক আহমেদ, আ.খ.ম হাসান, সালহা খানম নাদিয়া, এ.কে আজাদ, রোবেনা রেজা জুঁই প্রমুখ।

বৈশাখী টেলিভিশন
রাত ৮টা ১০মিনিটে প্রচারিত হবে শফিকুর রহমান শান্তনুর রচনা ও লিটু সোলায়মানের পরিচালনায় ‘বিয়া হইতে সাবধান’ নাটকটি। এতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আল মনসুর, হাসান জাহাঙ্গীর, নাজিরা মৌ, দিলু প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে প্রচারিত হবে টিপু আলমের গল্প অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘ব্রেক ফেইল-৩’। রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। অভিনয় করেছেন সাজু খাদেম, সিদ্দিকুর রহমান, মিশু সাব্বির, অহনা, রুমি, হায়দার, আকাশ রঞ্জন প্রমুখ। রাত ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘চশমা পরিবার’। বরজাহান হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শখ, শামীম জামান, আ খ ম হাসান, ফারুক আহমেদ, মনিরা মিঠু প্রমুখ। রাত ১০টা ৩০মিনিটে প্রচার হবে জাকির হোসেন উজ্জলের রচনা ও মিলন ভট্টের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘মিস আমলাপাড়া’। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, শখ, মিলন ভট্ট, কচি খন্দকার,জামিল প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে আদিবাসী মিজান রচিত ও পরিচালিত ধারাবাহিক নাটক ‘হাই প্রেসার-২’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া, ফারুক আহমেদ, আ খ ম হাসান, জামিল প্রমুখ।

চ্যানল নাইন
বিকাল ৪টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘এই শহরে কেউ নেই’। পরিচালনায় ইমরাউল রাফাত। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, জোভান, সাবিলা নূরসহ অনেকে।  সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে  ধারাবাহিক নাটক  ‘একটু পরে রোদ উঠবে’।  শফিকুর রহমান শান্তনু রচিত  এ নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। এতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, অপূর্ব, মেহজাবিন, নাদিয়া মীম প্রমুখ। রাত ৮টা ৪৫মিনিটে প্রচারিত হবে  বিশেষ নাটক ‘নিঃশব্দের ভাব বিনিময়’। রচনা জিয়াউদ্দিন, পরিচালনায় হাবীব শাকিল। এতে অভিনয় করেছেন আরফান নিশো, মেহজাবিন প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৮/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়